'' অভিমানী মন ''

লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৭ মে, ২০১৪, ০৪:২০:১৫ রাত



রাতের আকাশে থাকিয়ে দেখি,

চাঁদ নেই আকাশে,রাত্রি কে প্রশ্ন করলাম........

আজ তুমি বড় একা,চাঁদ পাশে নেই কেন..........?

রাত বলে অভিমানী চাঁদ,অভিমান করেছে...........

চাঁদ কে প্রশ্ন করি.....

অভিমানী চাঁদ,অভিমান করেছো কেন......?

চাঁদ বলে রাত্রির হৃদয় মাঝে,

আমার গভীর ভালবাসা স্পর্শ করাতে.........

অভিমানী ভালবাসা,অভিমানী মন.........

দূর থেকে বুঝে নিও,আমি তোমার কত আপন.........

অভিমান করেছো তুমি,ছিল কি কারণ....?

হয়তো বুঝিনি আমি,

সে ছিল তোমার অভিমানি মন........ !!!

বিষয়: সাহিত্য

২৮৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218387
০৭ মে ২০১৪ সকাল ০৯:৩৪
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মে ২০১৪ রাত ০২:৫৫
167097
ইচ্ছা পূরণ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ
218410
০৭ মে ২০১৪ সকাল ১১:৪৩
লোকমান লিখেছেন : অভিমানের মাঝেই লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা
০৯ মে ২০১৪ রাত ০২:৫৬
167098
ইচ্ছা পূরণ লিখেছেন : ঠিক বলেছেন...।
ধন্যবাদ
218462
০৭ মে ২০১৪ দুপুর ০১:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর কবিতা! রাতে চাঁদ ছিল না, আবার কোত্থেকে চলে আসলো? আর প্রতিটি লাইনের শেষে এই ‘...........’ মানে কি?
০৯ মে ২০১৪ রাত ০৩:০০
167099
ইচ্ছা পূরণ লিখেছেন : চাঁদ মেঘের আড়ালে ছিলো, আর এই '..... ' মানে ,আমি ইচ্ছাকৃত ভাবে দেয়। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File