'' অভিমানী মন ''
লিখেছেন লিখেছেন ইচ্ছা পূরণ ০৭ মে, ২০১৪, ০৪:২০:১৫ রাত
রাতের আকাশে থাকিয়ে দেখি,
চাঁদ নেই আকাশে,রাত্রি কে প্রশ্ন করলাম........
আজ তুমি বড় একা,চাঁদ পাশে নেই কেন..........?
রাত বলে অভিমানী চাঁদ,অভিমান করেছে...........
চাঁদ কে প্রশ্ন করি.....
অভিমানী চাঁদ,অভিমান করেছো কেন......?
চাঁদ বলে রাত্রির হৃদয় মাঝে,
আমার গভীর ভালবাসা স্পর্শ করাতে.........
অভিমানী ভালবাসা,অভিমানী মন.........
দূর থেকে বুঝে নিও,আমি তোমার কত আপন.........
অভিমান করেছো তুমি,ছিল কি কারণ....?
হয়তো বুঝিনি আমি,
সে ছিল তোমার অভিমানি মন........ !!!
বিষয়: সাহিত্য
২৮৮৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন