কুটনামির কুট
লিখেছেন লিখেছেন পাহারা ০৭ মে, ২০১৪, ০৪:৫৪:৫৫ রাত
গতকাল আমার এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম । দেখলাম ঐবাড়ির সব ছোট ছোট ছেলে মেয়েরা নাচতেছে । ভাবলাম ছোটবেলাইত খেলার সময় । হঠাৎ শুনলাম একজন মহিলা বলতেছেন' রং ছাড়া কি হলি খেলা হয় । আস রং নিয়ে যাও' ভাবলাম এটা আবার কি! কিছুক্ষণের মাঝে শিশুরা রং মেখে নাচতেছে । ভাবলাম তাদের একটু জিগাই এটা কি হচ্ছে । তাদের কাছে যেতেই আমাকে রং মাখানোর চেষ্টা করলো তারা । দিলাম এক ধমক, বললাম এটা কি হচ্ছে? তারা বললো এটা হল ' হলি খেলা' । বললাম কোথা থেকে শিখছ এই খেলা? তারা বলল কয়েকটা TV Serial এর কথা এগুলা নাকি G BANGLA, Star golsa, life OK ... ইত্যাদি CHANNEL এ দেয় । আমার এক বড় ভাই কে জিঙ্গাস করলাম ' হলি খেলা' সম্পর্কে, তিনি বললেন এটা হিন্দু সম্প্রদায়ের একটা পুজার অংশ । দেখুন বিনোদনের নামে আমাদের ছেলে মেয়েরা কি শিখখে ।অতচ যে channel গুলার কথা তারা বলেছিল সবগুলো বাংলাদেশে সম্প্রচারের জন্য কোন অনুমোদন নাই । কিন্তু আমাদের তথ্য মন্ত্রীর নজরে এগুলো পড়ে না । নাস্তিক সাহেবের চুখে পড়ে Diganto TV, Islamic TV। যে Channel গুলো ইসলামের জন্য কাজ করে । সত্য এবং নিষ্ঠাবান সংবাদ প্রচার করায় এই দুটি channel কে উষ্কানি দেয়ার অপবাদ দিয়ে বন্ধ করে রাখা হয়েছে একটি বছর থেকে । Indian channel ত বন্ধ করবেনা কারণ ঐ দেশ থেকে অপ সংষ্তিতি আমদানি করে ভারত কে খুশি করতে হবে । যাই করেন Diganta, Islamic channel গুলো যেন খুলে দেয়া হয় । যদি কোন দিন ভারত পুজারি ছাড়া সরকার গঠন হয় তখন indian channel গুলো নিয়ে চিন্তা করা হবে ।তব এখন আমাদের প্রাণের প্রিয় channel গুলো খুলে দেয়া হউক ।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতীয় চ্যানেল সবার প্রিয় না হলেও যদি চলতে পারে, দিগন্ত, ইসলামিক এর ভক্তদের জন্য চলতে পারবেনা কেন?
ঈমান একেবারেই দূর্বল । যার জন্য অন্য ধর্মের রীতিগুলো আমরা ঠিক ঠিক পালন করলেও নিজের ধর্মের গুলোর ব্যাপারে একেবারেই উদাসীন থাকি বা ''পাছে লোকে কিছু বলে'' এই ভয়ে থাকি ।
মন্তব্য করতে লগইন করুন