মহানবী(সা) কবি আব্বাসের জিহ্বা কাটার হুকুম দিলেন

লিখেছেন লিখেছেন পাহারা ১৩ মে, ২০১৪, ০৫:১১:০০ সকাল

হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজিত হবার মুখেও আল্লাহর মেহেরবানীতে বিজয় লাভ করলো। প্রচুর গনিমতের মাল পাওয়া গেল যুদ্ধ থেকে। নিয়ম অনুযায়ী তিনি চার-পঞ্চমাংশ মুজাহিদদের মাঝে বিতরন করলেন। অবশিষ্ট এক-পঞ্চমাংশ প্রয়োজন অনুসারে বিতরণ করলেন।

আব্বাস নামে একজন দুর্বল চরিত্রের নও মুসলিম কবিও তার অংশ মহানবীর(সা) কাছ থেকে পেলেন। কিন্তু তার অংশে তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি কবিতার মাধ্যমে তার অসন্তুষ্টির প্রকাশ করলেন যাতে মহানবী(সা) সম্পর্কে আপত্তিকর মন্তব্য ছিল। মহানবী(সা) তা শুনে হাসলেন এবং বললেন, “ওকে নিয়ে যাও এবং জিহ্বা কেটে দাও।”

আলী(রা) ভয়ে কম্পমান কবিকে মাঠে নিয়ে গেলেন যেখানে বিজিত ভেড়া ছাগল ছিল। আলি(রা) কবিকে বললেন, “ভেড়া ছাগলের পাল থেকে যত ইচ্ছা নাও।”

কবি আনন্দে চিৎকার করে উঠলেন, “মহানবী(সা) কি এভাবেই আমার জিহ্বা কাটতে বললেন? আমি আল্লাহর নামে শপথ করছি, আমি কিছুই নেব না। এরপর কবি আব্বাস মহানবী(সা) এর প্রশস্তিমূলক ছাড়া কোন কবিতাই আর লিখেননি।”

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220896
১৩ মে ২০১৪ সকাল ০৭:৪৫
লোকমান বিন ইউসুপ লিখেছেন : হুম...
220938
১৩ মে ২০১৪ সকাল ১০:৪২
দ্য স্লেভ লিখেছেন : এটা একটা গল্প। আমার জানা মতে এমনটি ঘটেনি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File