প্রবাসি মানে
লিখেছেন লিখেছেন পাহারা ১০ মে, ২০১৪, ০১:১৩:০৩ রাত
প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্দী,
প্রবাস মানে কাজের সাথে এই জীবনের সন্ধি।
প্রবাস মানে শুন্যতা প্রতিদিনই আসে,
প্রবাস মানে অতীত স্মৃতি শুধুই চোখে ভাসে।
প্রবাস মানে জীবন থেকে অনেক হারিয়ে যাওয়া,
প্রবাস মানে আপন স্বজন হয়তো হবেনা পাওয়া।
প্রবাস মানে দেশান্তরি মমতা ঝেড়ে ফেলা,
প্রবাস মানে ব্যার্থ জীবন শুধুই টাকার খেলা !!!
বিষয়: বিবিধ
১২৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপরের জবাব কিন্তু ঠিক যায়গামত যায় নি।
মন্তব্য করতে লগইন করুন