পাগলের প্রলাপ
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ১০ মে, ২০১৪, ১২:২৯:৪৬ রাত
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ সম্ভবত গাজা-টাজা খেয়েছেন।আমার তা-ই- মনে হলো,যেখানে সারাদেশের জনগণ জানে এবং সংবাদ মাধ্যম গলো প্রকাশ করছে নারায়ণগঞ্জ এর সাত খুন এর ঘটনায় সম্পূর্ণ আওয়ামীলিগ এবং তাদের মন্ত্রীদের সম্পর্ক আছে।সেখানে হাসান মাহমুদ কোন যুক্তিতে বি এন পি’র নেতাদের বিচার দাবি করছে!!!আসলে ঘটনা এমন ভাবে তাদের আকড়ে ধরেছে যে এখন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছেনা।মাতালদের মত আজে-বাজে বকছে।
র্যাব এর সংশ্লিষ্টতা যেখানে রয়েছে সেখানে বুঝতে বাকি থাকার কথা নয় ঘটনার মারপেঁচ আসলে কি।আবার সেই কর্ণেল তারেক সাঈদ,যে কিনা সব কয়টি গুম ও খুনের নির্দেশ দাতা।তাকে কোর্ট-মার্শাল না দিয়ে সরাসরি বরখাস্ত করা হলো কেন?সরকার কৌশলে খুনিদের পালানোর পথ খুঁজে দিচ্ছে।
যেই আইভি’র সাথে শামিম ওসমানের গলায়-গলায় খাতির,সেই আইভি এবং শামিম ওসমানের পরস্পর বিরোধী বক্তব্য কোন ধরণের রাজনৈতিক কৌশল সেটা কে জানে।এসব বিষয় মানুষ কে প্রতিনিয়ত ভাবায়।
খুন এবং গুম এর নগরীতে পরিণিত হয়েছে নারায়ণগঞ্জ।এসব কাদের সহযোগিতায় হচ্ছে ??হয়ত এত দিনে সাধারণ মানুষ বুঝে গেছে।আওয়ামিলীগ এর অতিত এবং বর্তমান কৃতকর্ম গুলো যদি একটু কষ্ট করে কেউ ভাবতে পারেন তাহলে স্পষ্ট হবে যে আসলে আওয়ামিলীগ বাংলাদেশ এর জন্য খুব বেশী -ই- অমঙ্গল জনক।
হাসান মাহমুদের সেই বড় গলার কথাটি পড়ুন নিচের লিংক থেকে
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDE0XzA1XzA5LTc3LTkwMjQw
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন