গণতন্ত্র নাকি তন্ত্র - মন্ত্র---------
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৩:৪৭ রাত
বাংলাদেশ প্রসংগ এখন সর্বত্র। জাতিসংঘ,আমেরিকা,ইউরুপ,মধ্যপ্রাচ্চ এবং এশিয়া তো আছেই।
মানবাধিকার দৃষ্টিকোণ থেকে সবাই চিন্তিত। প্রতিটি রাষ্ট্র চিন্তিত, পোশাক শিল্প খাতটি পুরোপুরি ধ্বংসের সর্বশেষ স্তরে এসে পৌছেছে। বিদেশী ক্রেতারা আমাদের বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে হরতাল এবং অবরোধে পোশাক খাতে ক্ষতির পরিমান ১ লক্ষ ২০. হাজার কোটি টাকা। সাধারণ মানুষ এবং ছাত্র - ছাত্রী সহ দেশের সর্বস্তর এখন শঙ্কিত। নিরিহ অনেকেই পুলিশের গুলিতে নিহত এবং আহত। ২২ ফেব্রুয়ারি রাতে শ্রমীকদল নেতা আব্দুল ওদুদ সহ আরো ৪ জন কে থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পুলিশ। আজ ২৬ তারিখ রাজশাহি বিশ্ব বিদ্যালয়ের পাশে ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র জনী ইসলাম কে পুলিশ গুলি করে। এভাবে প্রকাশিত কিংবা অপ্রকাশিত অনেক প্রাণহানীর ঘটনা এখন ডাল - ভাতের রূপ নিয়েছে। শুধু লোভি বা সুবিধা লোভিদের কাছে জিম্মি ১৬ কোটি জনগণ। দু পাশ থেকে দুজন আদিম এক তন্ত্র - মন্ত্র খেলায় মেতে উঠেছে। অপর দিকে ঝরে যাচ্ছে নিরিহ কিছু প্রাণ। তন্ত্র - মন্ত্রের বলি
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন