অভিজিৎ আমাদের গর্ব !

লিখেছেন লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:২৯:৩২ রাত



ব্লগার অভিজিৎ রায় একজন মুক্তচিন্তা একটি মুক্তমনের প্রতীক । যিনি চিন্তা দিয়ে জয় করেছেন অনেক কিছু কিন্তু জয় করতে পারেন নি ধর্মীয় গোড়া দের চিন্তা যাদের কে ধর্ম বানিয়েছে পুরোপুরি অন্ধ । ঠিক তাদের হাতেই জীবন দিতে হলো মুক্তচিন্তা ও মুক্তমনের প্রতীক মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায়কে । মৃত্যু বা হত্যা কাউকে পারাজিত করতে পারেনি বরং এ ধরনের হত্যাকারীরা ই বার বার পরাজিত হয়েছে মুক্তচিন্তা মুক্ত বিবেকের কাছে । অভিজিৎ রায় খুন হয়েও মাথা নত করেনি ধর্মান্ধ মৌলবাদী গোষ্টির কাছে বরং অভিজিৎকে হত্যাকরে ওরা প্রমান করেছে ওরাই অপশক্তি । মরে গিয়েও অভিজিৎ আজীবন মাথা উঁচু করে বেঁচে থকবে দুনিয়ায় সমস্ত অপশক্তির উৎস মৌলবাদীদের লাথি মেরে মুক্তচিন্তা ও মুক্তমনের প্রতীক হয়ে । অভিজিৎ আপনাকে নিয়ে শোকর মাতম করবো না গর্বের উল্লাস করবো । অভিজিৎ আপনি আমাদের গর্ব ।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306285
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪০
বিভীষিকা লিখেছেন : সব বাদ দিয়া এইবার মাওলানা মাসউদ কে দিয়া মুখাগ্নিরর ব্যবস্থা করা হোক।
306286
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪৪
বিভীষিকা লিখেছেন : ভাই, জানাজা কয়টায়? কোথায় হবে? কোন হুজুর নামায পড়াবে? একটু বলুন ভাই।
306293
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:২২
এলিট লিখেছেন : হত্যা একটি জঘন্য অপরাধ। এর তিব্র নিন্দা জানাই। হত্যাকারীদের শাস্তি হোক এই দাবী জানাই। আপনি তো তদন্তের আগেই বুঝে গেলেন কারা এই ঘটনায় জড়িত। সাগর-রুনি হত্যায় কারা জড়িত এ ব্যাপারে এমন কোন তথ্য আপনার কাছে আছে নাকি?
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১২
247924
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ছবিসহ আপনার নাম, ধাম, ঠিকানা গোয়েন্দা কার্যালয়ে পৌছে দেয়া হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৭
247940
ওয়াসিম ফারুক হ্যাভেন লিখেছেন : সেই দায়িত্ব টা কি জামাত শিবিরের কোন নেরি কুত্তা করেছে ?
306310
২৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৯
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
306330
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৬
শেখের পোলা লিখেছেন : আপনিকি জজমিয়া নাকি? যে নিশ্চিত মৌলবাীরা তাকে খুন করেছে৷
306345
২৭ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৮
মাটিরলাঠি লিখেছেন :
মুক্তমনা ব্লগ ওপেন হচ্ছেনা কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File