অভিজিত বিরম্বনা
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:৩০:৫৬ সকাল
সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উম্মাদ এবং যারা পরকালে অবিশ্বাসী, তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। সুরা -সাবা,আয়াত ৮
তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতিলক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দেব অথবা আকাশের কোন খন্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।
সুরা -সাবা,আয়াত ৯
অভিজিত রায়, মুক্ত মনা ব্লগ এর প্রতিষ্ঠাতা ছিলেন। ব্লগ টিকে তিনি ধর্ম গুলোকে কটাক্ষ করে লেখা লেখি করার কাজে ব্যবহার করতেন। তিনি কতটুকো সফল হয়েছেন তা তিনি নিজে ও হয়ত বুঝতেন। কয়েক কোটি মুসলিম বা আন্যান্ন ধর্ম ভিরুদের মাঝ থেকে যদি ১ কোটি মানুষ ও অভিজিত এর দলে যোগ দেয় মানে নাস্তিকতাকে গ্রহণ করেন তাহলে ও তা খুবি ক্ষুদ্র।
সর্বকালের শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনের উদৃতি দিয়েছি লেখার শুরুতেই। যারা মহান আল্লাহকে অস্বিকার করে তারা কখনই সফল হবেনা।
এবার আসি অভিজিত হত্যা প্রসঙ্গে : বই মেলায় যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন কতটা নিরাপত্বায় ঘেরা বই মেলা চত্ত্বর। পুলিশ,র্্যব,এমনকি আনসার দিয়ে ও পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হয়েছে। এতএত নিরাপত্তার মধ্যে কি করে অভিজিত রায়কে হত্যা করে হত্যাকারীরা পালিয়ে গেল? প্রশ্ন উঠে, তবে কি আইন শৃঙ্খলা বাহিনী এই হত্যা পরিকল্পনায় জড়িত? কিন্তু কেনো? প্রশ্নটা থেকেই যাক আজ।
প্রসঙ্গ এবার আন্তর্জাতিক গণমাধ্যম : দি গার্ডিয়ান, আল- জাজিরা সহ বিশ্ব খ্যাত মিডিয়া গুলো প্রচার করেছে আমেরিকান ব্লগার বাংলাদেশে নিহত। আমাদের প্রশ্ন, অভিজিত আমেরিকার নাগরিক ছিলেন বলে তিনি বিশ্ব মিডিয়ায় স্থান পেয়েছেন? আর অপরদিকে হরতাল - অবরোধে পঙ্গু হয়ে যাচ্ছে পুরো বাংলাদেশ সে দিকে খেয়াল নেই বিশ্ব মিডিয়ার।কিন্তু একজন ব্লগার কে নিয়ে বিশ্ব. মিডিয়া তোলপার!!! এর পিছনে ঘটনা টা একটু জটিল বলেই মনে হচ্ছে।
শেষ করার আগে একটি আয়াত সবাইকে মনে করিয়ে দেয়ার জন্য : তিনিই আল্লাহ নভোমন্ডলে এবং ভূমন্ডলে। তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা কর তাও অবগত। সুরা আন 'আম। আয়াত - ৩
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
নাস্তিকতার আড়ালে এরা মূলত ইসলাম বিদ্বেষীই
নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না।০৬
আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন। আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ০৭
আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়।০৮
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।০৯
মন্তব্য করতে লগইন করুন