মা’...
লিখেছেন লিখেছেন শাকিল খান আমি ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২০:০৭ সকাল
মা’শব্দটি সম্ভবত পুরো পৃথিবী জুড়ে একই রকম। বাংলায় মা, উর্দুতে মা, ইংলিশে মা, ইতালিয়ানরাও Mamma না ডেকে বেশিরভাগ সময় Ma ডাকে।
আরও শতশত দেশ, কতশত ভাষা। হয়ত তারাও 'মা' শব্দটি অবিরত ঠোঁট গলিয়ে বলে যাচ্ছে। আমি অবশ্য আমার জননীকে 'আম্মা' ডাকি।
আম্মা, মা, যাই হোক, মায়াবতী তো মায়াবতীই। তবে খাওয়া দাওয়া ছাড়াও আমি আমার মাকে অনেক জালাতন করি ।যখন ছোট ছিলাম তখন মা আমাকে অনেক মেরেছে কারণ আমি অনেক দুষ্ট ছিলাম তাই অন্য ভাই বোনদের থেকে মার হাতে মার খেতাম আমি বেশি।একসময় অবাক হয়ে লক্ষ্য করলাম, আম্মা কাঁদছে। আমাকে মেরে তিনি নিজেই ব্যাথিত। এই ব্যাথা এখনও আছে! ভদ্রমহিলা এখনও, কেন আমাকে মারল এটা নিয়ে আফসোস করে দীর্ঘশ্বাস ফেলে। এখনও প্রায়ই আমার মাথায় বা পিঠে হাত বুলিয়ে বলে,‘আহারে! আমার বাবা তোরে কত মারছি !’এই অদ্ভুত ভালবাসার কোন বিশেষণ আছে কি? নেই।‘মা’ ই একমাত্র মানুষ, যিনি আমাদের ভুল করে মারলেও, নিজে ব্যাথা পায়। মহান আল্লাহ্পাক মায়ের পদতলে জান্নাত লুটিয়ে দিয়েছেন! কী আশ্চর্য চিন্তা করেছেন? যেই জান্নাত পাবার জন্য আমরা মরিয়া, সেই জান্নাত আমাদের কতটা সন্নিকটে?অভাগাতো সে-ই, যে এই জান্নাতের অধিকারিণীকে অমর্যাদা করে। মা-ই হচ্ছে সেই মানুষ, যে কিনা বারবার অবজ্ঞা, তিক্ত কথা শোনার পরও আপনার কাছে ফিরে আসবে। সকল ভুলে মলিন মুখে বলবে,ভাত খাবি না?’মা-ই পারে আপনার অসুখে, ঠাই নির্ঘুম বসে পুরোটা রাত কাটিয়ে দিতে। একবারও ভুল করে চোখ লেগে আসলে, চমকে জেগে উঠে আপনাকে বুকে জড়িয়ে ধরতে। পৃথিবীর সবচাইতে ভয়ংকর ছোঁয়াচে রোগটায় যদি আপনি আক্রান্ত হন, এই বিশ্বজগৎ নিজেকে গুটিয়ে নিলেও, মা আপনাকে পরম মমতায় আগলে রাখবে। এটাই মায়ের ধর্ম। সৃষ্টিকর্তা মায়েদের এভাবেই গড়েছেন। অসীম মায়ায়। ভালবাসার বিপরীতে শুধু ভালবাসাই দেয়া যায়। মায়ার বিপরীতে মায়া...ভালবাসুন। মায়াবতীরা সারাজীবন থাকছে না কিন্তু...!
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন