hahahaha ... তাহাদের ক্যারিয়ার নয়, একটি আস্ত কপিবার।

লিখেছেন লিখেছেন শাকিল খান আমি ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৯:৪৩ রাত

hahahaha ... তাহাদের ক্যারিয়ার নয়, একটি আস্ত কপিবার। তাহাদের ক্যারিয়ার নিয়েই এই ধারাবাহিক পোস্ট। ...আজকাল আমাদের বাংলাদেশী ছেলে মেয়ে গুলো কলকাতার পেজে নিজেদের সিনেমা নিয়ে। .নায়ক নাইকা নিয়ে যাতা লিখছে বা বলছে। ওদেরকে সম্মানে সম্মানিত করছে নিজেদের ছোট করে হায়রে বাংলাদেশী। দেবের একটা পেজে সাকিব খান..অনন্ত জলিলকে অপমানিত করে কিছু লিখা হয় আর তার প্রায় পুরোটাই করে আমাদের বাংলাদেশীরা এরা ভুলে যায় যে সাকিব খানকে লজ্জা দিতে গিয়ে নিজেরাই ছোট হচ্ছে। কিছু বাংলাদেশীদের কথা বাংলাদেশী সিনেমা দেখার মত না সবগুলোই কপি..!! তাদের কাছে আমার প্রশ্ন তাহলে কলকাতার সিনেমাকে কি বলবেন বা হিন্দি সিনেমাকেই বা কি বলবেন। আমার ছোটো একটি প্রমান দেখুন যে দেবকে বাংলাদেশীরা আরবের খুরমা মনে করে সে পকৃত পক্ষে একটা কপির দোকান।



বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305733
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৩
হতভাগা লিখেছেন : নিজের লোক / দেশকে পঁচিয়ে ওরা জাতে উঠতে চায় । আজকাল জলিলকে না পঁচালে সাইবার জগতে হেয় হতে হয় ।

এই ব্লগের একজন লিজেন্ডারী ব্লগার জলিলকে পঁচিয়ে পোস্ট দিয়েছিলেন । আমার একটা জলিলমুখী কমেন্টে উনার প্রেস্টিজ পাংচার হবার দশা হয়ে গিয়েছিল ।।

কিছু কিছু বাংলাদেশী আছে যারা সাদা চামড়া আর দাদাদের দেখলে চামচামি করার জিভ বের করে ফেলে ও লেজ নাড়ে কুকুরের ন্যায় ।

305777
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
শাকিল খান আমি লিখেছেন : Applause thnx vai

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File