অভিজিৎ সরকারের বলির পাঠা।

লিখেছেন লিখেছেন তারিকুল রাসেল ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১২:১০ রাত

দেশে চলমান অরাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরনের পথ পাচ্ছেনা নাস্তিক প্রধান

আওয়ামী সরকার।

এক ইস্যুকে ধামাচাপা দিতে অন্য ইস্যু দাড় করাতে শেখ হাসিনার বেশী সময়ের প্রয়োজন পরে না।

নিজেরা অঘটন ঘটিয়ে বিরোধীদের উপর চাপিয়ে দেয়া তার অভ্যাসে পরিনত হয়েছে।

এরা স্বার্থ হাসিলের জন্য নিজের লোক কোরবানী করতেও পিছু হটেনা।

তার অসংখ-অগুনিত প্রমান রয়েছে জাতির সামনে।

এ ক্ষেত্রে রাবি ছাত্রলীগ নেতা ফারুক হোসেনের হত্যা উল্লেখ করা যেতে পারে।

ফারুক হোসেনকে হত্যা করে পুলিশের সহায়তায় ম্যানহোলে ফেলে দেয়া হয়েছিলো। একটা ইস্যু তৈরি করার জন্য যাতে করে চিরুনি অভিজানের নামে শিবির-জামায়াত নেতাদের হত্যা করা যায়।

যা বলতে চাচ্ছিলাম,

অভিজিৎ যে ছাত্রলীগের হাতে খুন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কারন টিএসসি চত্তরে লীগের ক্যাডারেরাই আড্ডা দেয়।তাদের সামনে অভিজিৎ কে হত্যা করলে তারা কিছু বলবে না তা বিশ্বাসযোগ্য নয়।

কারন অভিজিৎ তো ওদেরই গুরু।

আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File