পরকিয়া

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১৩ মে, ২০১৪, ০৪:৫৯:৩০ রাত

মানুষ বা অন্য যে কোন প্রাণী ভিন্ন লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। এর মাঝে একমাত্র মানুষকেই বিয়ে করতে হয় । কিন্তু সবাই বিয়ে করার সুযোগ পায় না কিংবা পেলেও অনেকে বিয়ে করে সুখী হয় না । কিন্তু সমাজের বিধান মেনে নিজেকে যৌন সুখ থেকে বিরত রাখতে চায় না । তাই গোপনে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে ।

এবার একটু আলোকপাত করি বিভিন্ন কারণের দিকে.

১. অনেক মেয়ের স্বামী বিদেশে অথবা দেশের দূর প্রান্তে থাকে. তার তীব্র যৌন চাহিদা উপেক্ষিত থাকে । কাছের পুরুষ মানুষরা এই সুযোগটা নেয় ।

২. অনেকে মেয়েদের ব্লাক মেইল করে । যেমন কোনো দুর্বল মুহুর্তের ছবি তুলে রেখে সেই ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে যৌন সুবিধা নেয় ।

৩. অনেক মেয়ের স্বামী যৌন দুর্বলতায় ভোগে । তখন মেয়েটা ভিন্ন পথ নেয় ।

৪. ফেইস বুক, মোবাইল ইত্যাদির মাধ্যমে অনেক ছেলে-মেয়েদের মাঝে যোগাযোগ বেড়েছে । ছেলেরা বেকার মেয়েদের অবসরের সময় নেয় এবং মিথ্যা গুণগানের ফুলঝুরিতে মেয়েটাকে দুর্বল করে ফেলে ।

৫. যৌথ ফামিলি না থাকার কারণে মেয়েদের দেখার কেউ থাকে না ।

৬. স্বামীর সংসার ছাড়ার আর্থিক ও সামাজিক সম্মানগত ক্ষতি মেনে নেয়ার সাহস অনেক মেয়ের নেই-তাই অগোচরে ভিন্ন পথ অবলম্বন করে ।

7. প্রতি মুহুর্তে টিভি, সিনেমা, ইন্টারনেট মানুষকে যৌন উদ্দীপনা দিচ্ছে ।

৮. পর্দা প্রথার প্রাকটিস কমে যাওয়ায় পুরুষ-নারী সহজেই ঘনিষ্ঠ হয়ে পড়ছে ।

9. ধর্মীয় শিক্ষা ফিকে হয়ে যাওয়ায় জৈবিক চাহিদা দমন করার শক্তি থাকে না ।

ইত্যাকার নানা কারণ মানুষকে ভিন্ন পথে প্রনোদনা দিচ্ছে । যদি সত্ সাহসী হন, তবে পরকিয়া কেন? যাকে পছন্দ হয়, তাকে বিয়ে করুন. একজনেরটা খাবেন আর আরেক জনকে সুখ দিয়ে নিমকহারামি কেন করবেন?

বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220891
১৩ মে ২০১৪ সকাল ০৫:৪২
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File