হজরত আবু বকর (রা) এর খলিফা হবার পর প্রথম ভাষণ:
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১৯ জুলাই, ২০১৪, ১০:২৬:৫৪ রাত
আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি. অথচ আমি তোমাদের চেয়ে উত্তম নই .সুতরাং আমি যদি সত্ কাজ করি, তবে তোমাদের কর্তব্য হচ্ছে আমাকে সাহায্য করা .আর আমি যদি কোনো ভুল পথ অবলম্বন করি, তবে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে সোজা পথে প্রতিষ্ঠিত করা .সত্যবাদিতা এবং সত্যি কথা বলা একটি আমানত এবং মিথ্যা কথা হচ্ছে একটি খিয়ানত .তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী-যে পর্যন্ত আমি তার প্রাপ্য বুঝিয়ে না দেই . আর তোমাদের মাঝে যে শক্তিশালী সে আমার নিকট দুর্বল -যা পর্যন্ত আমি তার নিকট প্রাপ্য বুঝে না নেই .তোমরা জিহাদ পরিত্যাগ করবে না . যে জাতি জিহাদ পরিত্যাগ করে, সে জাতি অপমানিত হয় . আমি যতদিন আল্লাহ ও রাসুল (সা) এর আনুগত্য করবো, ততদিন তোমরা আমার আনুগত্য করবে . আর আমি যদি আল্লাহ ও রাসুল (সা)কে অমান্য করি, তবে তোমরা আমাকে পরিত্যাগ করবে ,কেননা তখন তোমাদের উপর আমার আনুগত্য ফরজ নয়
বিষয়: বিবিধ
১৬৭৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন