একটা ট্রুথ এন্ড জাস্টিস পার্টি চাই

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ১২ জুন, ২০১৪, ০১:০৪:১৩ দুপুর

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কুলোষতায় পরিপূর্ন। মানুষ একদল সত্ , যোগ্য, ন্যায়পরায়ণ লোকের দলের খোঁজে চাতক পাখির মতো চেয়ে আছে । এদেশের বেশির ভাগ মানুষ ইসলামকে ভালোবাসে যদিও ইসলামী দলগুলোকে ভোট দেয় খুব কম মানুষ ।

আমাদের দেশে ইসলামী দলগুলোর মানুষের ভোট না পাবার পেছনে বেশি কাজ করে স্বাধীনতা যুদ্ধে তাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান ও কিছু ভুমিকা এবং মিডিয়ার অপপ্রচার-যতটুকু করেনি তাও বাড়িয়ে বলা ইত্যাদি । একটা লোক ইসলামী দল করার আগেই ধাক্কা খায় ওরা তো রাজাকার । তেমনিভাবে ইসলামী দলগুলো ভোট ব্যাঙ্ক বাড়ানোর দাওয়াত যতটা দেয়, ততটা লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াত দেয় না । সমাজ কল্যাণ মূলক কাজগুলোতে ইসলামী দলগুলোর ভুমিকা চোখে পড়ার মতো নয় । এরসাথে আছে ভারত, আমেরিকাসহ শক্তিশালী রাষ্ট্রগুলোর ইসলামের বিপক্ষে নির্লজ্জ অবস্থান ।

তবু মনে হয়, নতুন একটা ইসলামী দল প্রয়োজন, যাদের মুক্তিযুদ্ধের নেগেটিভ ইতিহাস নেই, যারা ভালো কাজগুলোর সমর্থন করবে, মন্দ কাজগুলোর বিপক্ষে অবস্থান করবে, কুরআন-হাদিস হবে যাদের পাথেয়, আধুনিক বিজ্ঞান থেকে জ্ঞান অর্জন করে মানবতার কল্যাণ করবে, অন্ধ অনুসরণ না করে যুক্তির আলোকে ঘটনা বিশ্লেষণ করবে এবং সর্বোপরি তাকওয়ার মাপকাঠিতে হবে উচু মানের । আমার আশা এমন দল আসলে ও একনিষ্ঠভাবে কাজ করলে অচিরেই তারা মানুষের নয়নের মনি হতে পারবে ।

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234183
১২ জুন ২০১৪ দুপুর ০২:১২
আল সাঈদ লিখেছেন : আসলেই তাই প্রত্যেকটা ইসলামী দলই এখন সমালোচিত। তাই সত্যিকারের একটা
234187
১২ জুন ২০১৪ দুপুর ০২:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া তো অন্য ইসলামী দলগুলোকে স্বাধিনতা বিরোধী কিংবা রাজাকার টাইপের বদনাম বয়ে বেড়াতে হয় না। আর মিড়িয়া তো জামায়াত শিবিরকে নিয়েই আছে। কিন্তু অন্য ইসলামী দলগুলো কই? তারা কি সঠিক ইসলামী দল নয়? তারা এতো শান্তিতে ইসলামী আন্দোলন করতে পারে কিভাবে বুঝি না...
234191
১২ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
জাগো মানুস জাগো লিখেছেন : Rose Rose Rose Rose Rose
you are really ....we badly need

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File