বিদেশ গেলে কেউ ফিরতে চায় না কেন?
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৯ জুন, ২০১৪, ০২:৪৭:৫৩ দুপুর
বিদেশ যেন সোনার হরিন । যে একবার পৌঁছেছে, সে আর ফিরতে চায় না । যদিও মুখে অনেক দেশ প্রেমের বুলি শোনা যায়, তবুও বিদেশের মাটিতে পা পড়লে আর কেউ ফিরতে চায় না । কিন্তু কেন?
১. আর্থিক লাভ: যে কাজ বাংলাদেশে করলে পেতেন ১০০ টাকা সে কাজ বিদেশে করে পাবেন ৫০ ডলার বা ৪০০০ টাকা । এক বেলা সাধারণ খাবার খেয়ে বাংলাদেশে ৫০ টাকা বাঁচালেন, বিদেশে বাঁচালেন ২০ ডলার বা ১৬০০ টাকা ।
২. সংকোচ দূর: দেশে সাধারণ কাজ করতে অনেক লজ্জা লাগে, বিশেষ করে যদি অল্প-স্বল্পও পড়াশুনা থাকে; বিদেশে সে নিসংকোচে কাজ করতে পারে, কেউ তো দেখছে না, জাত আর যাচ্ছে না । কারণ, বিদেশে কাজ করলে জাত যায় না ।
৩. নিরাপত্তা: উন্নত দেশগুলোতে অপরাধী রাজনৈতিক প্রশ্রয়ে মুক্তি পায় না । আইন সবার জন্য সমান । মানুষ নির্বিঘ্নে অর্থ লগ্নি করতে পারে, ব্যবসা করতে পারে । যান-মালের নিরাপত্তা আছে ।
৪. অবকাঠামোগত সুবিধা: রাস্তা-ঘাট পরিবেশ এত সুন্দর, সেই সুন্দর জায়গা ছাড়তে ভালো লাগে না ।
৫. আইন মানা- মুটামুটি সবাই আইন মেনে চলে, আইন ভাঙ্গলে বিচার হয়, বিচার চাইতে গেলে কোনো আতঙ্কের স্বীকার হতে হয় না, সুবিচার নিশ্চিত করা হয়েছে ।
৬. যৌন সুবিধা- অবাধ যৌনাচারের দেশগুলোতে স্বাধীনভাবে যৌন সম্ভোগের সুবিধা পাওয়া যায়, যে সুবিধাগুলো আমাদের দেশে নিতে গেলে পুলিশের হেসেল, মান সম্মানের ভয় ইত্যাদির সম্মুখীন হতে হয় ।
আরো হয়তো কিছু কারণ আছে, পাঠক মহল জানাবেন আশা করি ।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম একমত হতে পারলাম না।মনে হয় শুধুই আইডিয়া নির্ভর লেখা ?ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন