আমাদের ব্যক্তিপূজা
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৩৬:৩৮ রাত
বাংলাদেশে এই পূজা শুরু হয়েছে শেখ মুজিবর রহমানকে দিয়ে। এরপর জিয়ার পুজো শুরু হয়েছে । পরবর্তী পূজার পাত্র জয় আর তারেক । এদেরকে মহান ফেরেস্তা হিসেবে প্রমাণ করাটাই যেনো এই দেশের মানুষগুলোর কাজ । অথচ এরা দোষে গুনে মানুষ । কিছু ভাল আর কিছু মন্দ ।
আমরা কি পারবো না এদের পুজা ত্যাগ করে মহান স্রষ্টার পুজো করতে । এরা তো সবাই একই কাজ করে. সেই ছবির সামনে ফুল প্রদান । সেই ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করা । কিন্তু ইসলামী বিধিবিধানের ধারেকাছে না যাওয়া ।
আসুন সব ব্যক্তি পূজা বাদ দিয়ে সত্য ও ন্যায়ের পূজা করি , আল্লাহর আনুগত্য করি ।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন