হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২৭:৪৬ রাত

হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।

হে প্রভু! আমি শুধু তোমাকেই চাই এই ভুবনে কিছুই পাই বা না পাই।

তোমার কথা যতবার মনেহয়,ততবার রহমের বারিধারায় ভিজে যাই।

তোমার নেয়ামতের অপরিসীম ঋনের জ্বালে বেধে দিলে মোর এই হৃদয়।

ঝিরঝির বাতাস আর সুনীল আকাশ সবই তো তোমার দেওয়া দান ।

দ্যুলোকে ভূলোকে কেউ নেই তোমার মত করুনা আর দয়ার সাগর।

তাই প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে ,আমি যেন শুধু জ্যোপি তোমারি পবিত্র নাম।

যেদিকেই যায় দুই চোখ মোর ,দেখে অনির্বান ঝরে পড়ছে সৃষ্টির ঝলক।

নদীর কলতানে পাখিদের কোলাহলে মোর হৃদয় শুধু তোমারই স্মরন করে।

পাহাড়ের জল ঝর্না হয়ে নদীতে যায়,মোর নয়নের জলে যেন জান্নাত পাই।

ভীতসন্ত্রস্থ শিশু মাকে চায় ,জাহান্নামের ভয়ে আমি শুধু তোমাকে চাই ।

ভ্রমর কথা বলে ফুলের কানে কানে আমার মনের কথা শুধু বলি তোমার সনে।

আকাশের ব্যাথা বৃষ্টি হয়ে মাটিকে দেও,আমার হৃদয়ের ব্যাথা তুমি তুলে নাও।

তোমার রহমের আসায় আরশের পানে আমি তুলেছি খালি দুটো হাত ,

চাইনা দুনিয়ার গাড়ি বাড়ি,চাইনা গয়না শাড়ি আমি শুধু তোমাকে চাই,

তুমি জান আমি বড় গুনাগার,গুনা আমার বেশুমার তাই ক্ষমা শুধু চাই।

তুমি দয়ার ভাণ্ডার ,আমি দয়ার কাঙ্গাল ,হে প্রভু শুননা এই পাপীর ফরিহাদ।

বিষয়: বিবিধ

১৪৮৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261821
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
ভিশু লিখেছেন : আমীন! সুম্মা আমীন!!
Praying Praying Praying
জাযাকাল্লাহ!
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৬
206271
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে বেড়াতে আসার জন্য আপনাকে দুনিয়ার ও আখিরাতের সকল নেয়ামত যেন আল্লাহপাক দান করেন।

Click this link
261837
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৬
206272
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে বেড়াতে আসার জন্য আপনাকে দুনিয়ার ও আখিরাতের সকল নেয়ামত যেন আল্লাহপাক দান করেন।

Click this link
261843
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৯
পবিত্র লিখেছেন : Praying Praying Praying

০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৭
206273
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে বেড়াতে আসার জন্য আপনাকে দুনিয়ার ও আখিরাতের সকল নেয়ামত যেন আল্লাহপাক দান করেন।

Click this link
261870
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৮
আফরা লিখেছেন : আমীন !
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৭
206274
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে বেড়াতে আসার জন্য আপনাকে দুনিয়ার ও আখিরাতের সকল নেয়ামত যেন আল্লাহপাক দান করেন।

Click this link
261927
০৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:১৭
কাহাফ লিখেছেন : বিশ্বাস-কথা-কর্ম সর্ব বিষয়ের পংকিলতা হতে পানাহ চাই রব আমার.......।
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৭
206275
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে বেড়াতে আসার জন্য আপনাকে দুনিয়ার ও আখিরাতের সকল নেয়ামত যেন আল্লাহপাক দান করেন।

Click this link

Praying Praying Praying
262456
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৮
সন্ধাতারা লিখেছেন : Amin chumma Amin.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File