প্রেম করেছি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৯ অক্টোবর, ২০১৮, ০১:০৫:০৩ দুপুর

প্রেম করেছি

পারভীন সুলতানা



মুমিন জীবনে প্রভু সনেই প্রথম প্রেম করে,

সেই প্রেমের তরেই বাচে নয়তো সে মরে।

স্রষ্টা কে সৃষ্টি ভালবেসেছে ভয় নেই তো তার,

আশা রাখি হাশরের মাঠে ক্ষমা হবে বিচার।

না দেখে রাসুলুল্লাহ সাঃ সনে প্রেম করেছি,

তাই নীচু হয়ে থাকব কেন কি দোষ করেছি।

বিশ্বের মুসলিম জাতি আজ এতো কষ্টে কেন?

বলবো আজ মনের কষ্ট কথা, জান যাক না কেন?

সিংহাসনের দোহাই দিয়ে দুঃখে দুঃখে মরব কতো?

এমন ভাবে মরতে হবে সারা দুনিয়া চেয়ে থাকো।

মুমিন জানে আসলেই এই ভবে আবার যেতেই হবে,

প্রভুর সনে সাক্ষাৎ প্রেমের মরনে, ভয় বুকে কেন রবে?

গোপনে কথা বলছি রাজাধিরাজ বাদশার সনে,

বান্দার লজ্জা কিসের প্রভু আছেন সবার মনে।

নিরুপায় প্রভু তোমার সৃষ্টি সকল মাখলূকেরা।

তব ভালবাসা সবার বাচা তব ভালবাসায় মরা।

বিষয়: বিবিধ

১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385923
০৯ অক্টোবর ২০১৮ রাত ১০:৫০
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি খুবই ভালো লাগলো,বান্দার লজ্জা কিসের প্রভু আছেন সবার মনে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৩ নভেম্বর ২০১৮ রাত ১০:১১
318055
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালিকুম
আপনাকে আল্লাহ অনেক বেশি উত্তম প্রতিদান দান করুন।
385940
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:১৬
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
০৩ নভেম্বর ২০১৮ রাত ১০:১১
318056
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ
জাযাকাল্লাহ খাইরান
385944
১০ অক্টোবর ২০১৮ দুপুর ০৩:৫০
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক ভালো লাগলো
০৩ নভেম্বর ২০১৮ রাত ১০:১২
318057
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লা। জাযাকাল্লাহ খাইরান।
386012
১৫ অক্টোবর ২০১৮ রাত ০৯:২৫
আমি আল বদর বলছি লিখেছেন : রাসূল (সা) আমার ভালবাসা রাসূল আমার আলো আশা রাসুল আমার প্রেম বিরহের মূল্য আলচোনা,


ভাল লাগলো বারকআল্লাহ ফি হায়াতি
০৩ নভেম্বর ২০১৮ রাত ১০:১৩
318058
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান
আমিন ইয়াআল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File