প্রেম করেছি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৯ অক্টোবর, ২০১৮, ০১:০৫:০৩ দুপুর
প্রেম করেছি
পারভীন সুলতানা
মুমিন জীবনে প্রভু সনেই প্রথম প্রেম করে,
সেই প্রেমের তরেই বাচে নয়তো সে মরে।
স্রষ্টা কে সৃষ্টি ভালবেসেছে ভয় নেই তো তার,
আশা রাখি হাশরের মাঠে ক্ষমা হবে বিচার।
না দেখে রাসুলুল্লাহ সাঃ সনে প্রেম করেছি,
তাই নীচু হয়ে থাকব কেন কি দোষ করেছি।
বিশ্বের মুসলিম জাতি আজ এতো কষ্টে কেন?
বলবো আজ মনের কষ্ট কথা, জান যাক না কেন?
সিংহাসনের দোহাই দিয়ে দুঃখে দুঃখে মরব কতো?
এমন ভাবে মরতে হবে সারা দুনিয়া চেয়ে থাকো।
মুমিন জানে আসলেই এই ভবে আবার যেতেই হবে,
প্রভুর সনে সাক্ষাৎ প্রেমের মরনে, ভয় বুকে কেন রবে?
গোপনে কথা বলছি রাজাধিরাজ বাদশার সনে,
বান্দার লজ্জা কিসের প্রভু আছেন সবার মনে।
নিরুপায় প্রভু তোমার সৃষ্টি সকল মাখলূকেরা।
তব ভালবাসা সবার বাচা তব ভালবাসায় মরা।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে আল্লাহ অনেক বেশি উত্তম প্রতিদান দান করুন।
ধন্যবাদ
জাযাকাল্লাহ খাইরান
ভাল লাগলো বারকআল্লাহ ফি হায়াতি
আমিন ইয়াআল্লাহ
মন্তব্য করতে লগইন করুন