ভীমরতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ অক্টোবর, ২০১৮, ০২:৩১:৪৮ দুপুর
পাড়ার বুড়ো থুরথুড়ো
চলে লাঠি ভর
পাড়ার মোড়ে চা দোকানে
কাটল জীবন ভর।
হিন্দি গান আর নাচন দেখে
মরার বুড়ো ভাবে
ভাললাগেনা বৃথা জীবন
বলিওডে যাবে।
যেভাবেই হোক ভিলেন পাঠটা
বাগিয়ে নিতে চায়
প্রিয়ঙ্কাকে কাছে পাবার
এটাও এক উপায়।
রাস্তা থেকে আনবে তুলে
ধস্তাধস্তি করে
আসবে নায়ক, জড়িয়ে ধরে
চুমু খাবার পরে।
টিসুম টিসুম মারবে মারুক
দুই মিনিটের সীন
প্রিয়ঙ্কাকে ছুঁতে পেলেই
জীবনটা রঙ্গিন।
আকাশ পাতাল ভাবতে ভাবতে
রোমাঞ্চ এলো মনে
শূণ্যতাকে পুষিয়ে নিতে
ঝগড়া বুড়ির সনে।
কী রেধেছে যায়না খাওয়া
ছুড়ে মেরে খাবার
হনহনিয়ে ঘর ছেড়ে যায়
চা দোকানে আবার।
প্রিয়ঙ্কাজে আছে সেথা
ডিশ লাইনের তারে
দুনিয়াদারী ভাললাগেনা
দুঃখ বুঝায় কারে!
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি হেনস্তা করেছেন করছি সেই আশংকা
মন্তব্য করতে লগইন করুন