দাঁড়িকমাহীন জীবন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৯, ০৬:৩৭:৪৭ সন্ধ্যা
পাখিরা উড়ে যায়, দূরে যায়, সোনা রোদ গায়ে মেখে
বাকিরা থেকে যায়, রয়ে যায়, সাগর স্বপ্ন বুকে রেখে
আকাশ হাসলে নীল, কাঁদলে মেঘ, চাঁদ তারা জ্বলে
সময় চলে যায় টের পাইনা আর চুপি চুপি না বলে
ডায়রীর পাতায় কবিতা ছড়া ঝাপসা চোখের আলো
চশমাটা মুছেমুছে স্বচ্ছ দেখার চেষ্টা, যাবে দিন ভালো
অনেক রোদ ছায়া মাড়িয়ে চল্লিশের সীমারেখা পার
রোগ ব্যধির দিন শুরু ক্লান্তিদের হুমকি,দেবেনা ছাড়
যেতে হবে অনেক দূর খুঁজে পাব শান্তির নীড়
শেষ বিকেলে তাকিয়ে দেখি গাছের পাতা শান্ত নিবিড়
আসলে মায়া সব ছড়িয়ে ছিটিয়ে থাকে চারপাশ
ধরতে পারেনা যারা ঘুরে মরে জীবন ছায়পাশ
দাঁড়ি কমা ছাড়া জীবন আসলে ঠিক এমনই হয়
সুকন্যার হাতে গচ্ছিত সব, আর নয়, আর নয়।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন