ধার দেনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ মার্চ, ২০১৯, ০৭:৪৪:২৮ সন্ধ্যা

আমার লোনগুলো শোধ হয়ে গেলে

আমি আনমনা হয়ে যাব

ছড়া লিখবো দিনরাত

শুয়ে কাটাবো ছুটির দিনে

আমার মেয়ের পাঁচটা আবদার

সেগুলো পূরণ করবো। তারমধ্যে

অন্যতম আবদার ছিল

ওদের কাছে গিয়ে থাকতে হবে।

ধারদেনা আর ভাল লাগেনা

আমাকে আড়ষ্ট করে রাখে

সারাক্ষণ মনে হয় গলায় কাটা বিধে আছে

ঢোক গিলতে গিয়ে বাঁধে, মনে করিয়ে দেয়

কী যেন নেই, অসংগতি কোথাও ঘাপটি মেরে আছে।

আমার লোন গুলো শোধ হয়ে গেলে আমি

ঘুম দেব একনাগাড়ে সপ্তাহ পার। তার আগে

আর কিছু ধার করতেই হচ্ছে। না'হলে

করতে পারছিনা দিন পার।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File