আপনাকে বলছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৯, ০৩:০৩:২০ দুপুর
বয়সতো আর কম হলনা
হচ্ছেন মা, খালা
ফেইসবুকে দাপিয়ে বেড়ান
কীযে রূপের জ্বালা।
জন্মদিনের কেক কেটেছেন
বউভাতের ছবি
ফেইসবুকে সব যাচ্ছে পাওয়া
ঢেলে দিচ্ছেন সবই।
খুব সুন্দরী বলছে সবে
গর্বে ফাটছে বুক
বিনে পয়সায় জোয়ান, বুড়ো
পাচ্ছে আদিম সুখ।
বয়েসতো আর কম হলনা
পারলে এবার থামুন
কোন তামাশায় কাটছে যে দিন
সে কথাটাই ভাবুন।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়া সুন্দর হয়েছে ভাই।
মন্তব্য করতে লগইন করুন