Good Luck Good Luck পারিনা Straight FaceStraight Face

লিখেছেন লিখেছেন সত্যের পথিক ০৬ মার্চ, ২০১৯, ১১:৫২:৫৩ সকাল

পারিনাতো বলতে সুন্দর কথা,

চেষ্টা করে গুলাই ফেলি যথা।

একা একা বসে শুধু ভেবেই যাই,

আপনাতে আহামরি বোধহয় কিছু নাই।

নিজ ভাষায় হয়নাতো কেউ কাবু,

বসে বসে চেয়ে থাকি ভাবে কি কেউ বাবু!

চলতে ফিরতে মাঝে মধ্যে ধাক্কা খাই,

মানুষ কি ভাবে আমাতে আমি নাই?

একসাথে চলি যখন কজনা,

আমায় কেন মান্য কম কারন অজানা।

সংসারেতে অনেক কথা না বল্লে নয়,

চেয়ে দেখি শুনতে তাদের কষ্ট হয়।

পারিনাতো ইচ্ছা গুলো সাজাতে,

যতো ভাবি এগিয়ে যাব, হচ্ছে পিছাতে।

পারিনাতো মানুষকে অনেক ভালাবাসা দিতে,

যতই ভাবি ত্যাগের কথা, মন চায় শুধু নিতে।

এসব ভেবে সময় আমার যাচ্ছে অযথা,

ভাবছি এবার ট্রেনিং নিব আনতে প্রিয়তা।

Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

৭৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386551
০৬ মার্চ ২০১৯ দুপুর ০২:৪৭
আমি আল বদর বলছি লিখেছেন : ভাল লাগলো ভাই Love Struck Love Struck
০৬ মার্চ ২০১৯ দুপুর ০৩:৪১
318345
সত্যের পথিক লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।
386562
১২ মার্চ ২০১৯ সকাল ১১:০৪
মোস্তফা সোহলে লিখেছেন : পারিনা বলেতো অনেক কথায় বলে দিলেন ভাই।
লিখতে থাকুন আরও ভাল হবে।
১২ মার্চ ২০১৯ সন্ধ্যা ০৭:৩৭
318352
সত্যের পথিক লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File