সত্য বলা চলবেনা!!

লিখেছেন লিখেছেন সত্যের পথিক ২২ মার্চ, ২০১৯, ১১:০৫:০৩ সকাল
সত্য তুমি যতই জানো
মনের আঙিনায় আনবে না,
পিছে মোড়ল হোঁচট খাবে
সত্য বলা চলবেনা!!
চলতে ফিরতে শত অন্যায়
দেখেও ভান দেখিনা,
পাছে বিপদ এসে যায়
তাই মুখ খোলা চলবেনা!!
অন্যায়ের প্রতিবাদে মুখর যে মুখ
লোভের মোহে টেকেনা,
স্বার্থ যদি ভেগে যায় পিছে
তাই সত্য বলা চলবেনা!!
কতক ভাবনা সত্য অভিমুখে
মন্দ কাজে আর না,
লালসার টান পিছে ছাড়েনা
মিথ্যা বিনে চলবেনা!!!!
বিষয়: সাহিত্য
৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন