শেয়ালনামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০২২, ০৬:০০:২৭ সন্ধ্যা
শেয়াল থাকে গর্তে
দেখা দেবে শর্তে
গা ভাসাবে জোয়ারে
সুযোগ পেলেই খোয়াড়ে।
বাঁশঝাড়ের ফাঁকে
শেয়াল যখন হাকে
মুরগীরা সব জানে
আতংক কোন খানে।
আঁধারে সে চলে
আলোতে কদাচিত
সব শেয়ালের এক জোট
স্বৈরচারের গীত।
বিষয়: বিবিধ
৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন