আগুন বুঝেনা উন্নয়ন

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৯, ১০:০৭:১৮ রাত



আগুন এবার শহরমুখি

পুরান ঢাকা শেষে

জ্বলে পুড়ে থামল এবার

বনানীতে এসে।

গণতন্ত্র পুড়ল কবেই

উন্নয়নের আগুন

ছড়ায় কেন ঘি ঢেলে দিই

সরকার মশায় রাগুন।

এইযে আগুন পুড়ছিল সব

দেশের কানায় কানায়

আইন আদালত ভোট ব্যলটে

কেবল ধানাই পানাই।

কথায় কথায় হুমকি ধমকি

চুপ থাকাতে প্রীতি

লাগলে আগুন সব পুড়ে ছায়

উন্নয়নের গীতি।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File