ট্রল করোনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৯, ০৬:০২:০৯ সন্ধ্যা
ট্রল করোনা ট্রল করোনা
উথলে উঠুক নীতি
অর্থ আর পাওয়ার হলেই
এলিজাবেথ প্রীতি।
এইতো সেদিন মোম জ্বালিয়ে
শাহবাগে এসে
ঢোল বাজিয়ে লাশের বরণ
দারুণ ভালবেসে।
যম যখন নিজের ঘাড়ে
ট্রল করাকী চলে!
তবুও যারা তিরিং বিরিং
কানটা দেব মলে।
ট্রল করোনা ট্রল করোনা
উঠলে উঠুক নীতি
ট্রলের মাঝেই ঘুমিয়ে আছে
পাকভারতে প্রীতি।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন