তবে তায় হোক

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ মার্চ, ২০১৯, ০৫:০৩:৫৭ সকাল



রাগলে তুমি রাগতে পার

মাছ দিয়ে শাক ঢাকতে পার

প্রেম না দিয়ে ভাগতে পার

না দিয়ে সাড়া

চাইলে তুমি গাইতে পার

ডুব সাঁতারে নাইতে পার

না চাইতেই পাইতে পার

এক পায়ে খাড়া।

খাইলে তুমি খাইতে পার

খাবার ঠেলে চাইতে পার

ফানটা কোলা ছাড়তে পার

বাতাতিস নাও

যাইলে তুমি যাইতে পার

চাইলে ফিরে আসতে পার

কিংবা এসে বলতে পার

ভালবাসা দাও।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386571
২১ মার্চ ২০১৯ দুপুর ১২:১৫
কুয়েত থেকে লিখেছেন :
সকলকেই দেখা যায় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে আপনাকে তো দেখছি মাছ দিয়েই শাক ঢাকতে কি দারুণ ধন্যবাদ আপনাকে

২২ মার্চ ২০১৯ সন্ধ্যা ০৬:৩৫
318359
বাকপ্রবাস লিখেছেন : আসলে ফান করে লিখতে গিয়ে পরে একটু ভারিক্কি হযে গেল হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File