ভালোবাসার প্রজেক্ট পুরাটাই লস

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২৫ জুন, ২০১৪, ০১:৪৩:৪৬ দুপুর

সান্তা ভালোবাসে অসীমকে। অসীমও ভালোবাসে শান্তাকে । প্রাণ উজাড় করে ভালোবাসে একে অপরকে । শান্তা-অসীমের এ ভালোবাসা আরো এগোয় । সান্তা আর অসীম একান্তে অনেক সময় কাটায়,কত্তো গল্প করে , কত্তো কথা বলে । একটু আধটু হাত ধরে, চুমু খায় । কেউ বাধা দেয় না । এমনিভাবে এগুতে থাকে । একদিন শান্তাদের বাসায় কেউ নেই । শান্তাই অসীমকে দাওয়াত দেয় । একা বাসায় অসীম সান্তা আর নিজেদের কন্ট্রোল করতে পারে নি । এভাবে বারবার তারা বিভিন্নভাবে মিলিত হয় । কেটে যায় অনেক দিন । শান্তার পরিবার শান্তাকে বিয়ে দিতে চায় । সান্তা বলে পড়াশুনা শেষ করবে তারপর । পড়াশুনাও শেষ হয় । শান্তার পরিবার অসীমকে বিয়ের কথা বলে । অসীম বলে আমার চাকরি নেই । কিভাবে বিয়ে করবো ? সান্তা বলে বাবা মাকে কিভাবে বোঝাবো ? অসীম বলে -না বোঝাতে পারলে তুমি তোমার বাবা মায়ের পছন্দের ছেলেকেই বিয়ে করে ফেলো । ফেল ফেল করে চেয়ে থাকে সান্তা । এই কি তার অসীম? এই কি তার ভালোবাসা ? স্বর্গীয় ভালোবাসা আজ নরকের আগুন । পুড়িয়ে ছারখার করে দিচ্ছে শান্তাকে.

বাবা মা এই শান্তাকে অন্যত্র বিয়ে দেবার চেষ্টা করে । অসীম পাত্রপক্ষের কানে কথা লাগায় । বিয়ে ভেঙ্গে যায় । আর ওদিকে অসীমের বাবা মা তাকে অর্পিতার সাথে বিয়ে দিয়ে দেয় । কিন্তু শান্তার বিয়ের কথা হতেই অসীম প্যাচ লাগায় ।

কোথায় সেই ভালোবাসা? কোথায় সেই মিষ্টি মিষ্টি কথা? কোথায় সেই শপথ-তোমার জন্য আমি সব পারি, এমনকি জীবন দিতেও ।

এদিকে অসীমের সাথে পরিচয় হয় পুস্পের সাথে । পুস্প কলেজ পড়ুয়া আধুনিক মেয়ে । অসীমকে সেই অফার করে রাত কাটাতে পুস্পের সাথে । তবে মাত্র ১০০০০ টাকা উপহার দিতে । অর্পিতাকে অসীম বলে ব্যবসায়ের কাজ আছে, আজ রাতে আসতে পারবো না । ১০০০০ টাকা নিয়ে অসীম চলে আসে পুস্পের কাছে ।

ভালোবেসে সান্তা পেয়েছে কি? কিছু মুহুর্ত আনন্দের প্রতারণা. হারিয়েছে নিজের পবিত্রতা । আর পুস্প । একদিনেই পেয়েছে সারা মাসের খরচ । লস্ট প্রজেক্ট-ভালোবাসা লস্ট প্রজেক্ট ।

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238787
২৫ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
শিশির ভেজা ভোর লিখেছেন : আজকাল ভালোবাসার নামে এসবই চলছে। মেয়েরা কেন যে বুঝে না। আবেগের বসে সব দিয়ে বসে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File