রকমারী সুখ
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৫ জুন, ২০১৪, ০৩:১০:০৫ দুপুর
সুখ দুটি অক্ষর কিন্তু এর বিশালতা আকাশের চেয়েও বেশী, প্রশস্ততা এক মেরু থেকে আরেক মেরু। সুখের সন্ধানের আমি পাড়ি দিয়েছি সাত সমুদ্রর তের নদী । আমি ভাবি সুখ একটা পাখি। উড়ে উড়ে ঘুরে ঘুরে ধরা দেয় । কেউবা সুখের পিছনে ছোটে আবার কখনো কখনো সুখ তাদের পিছনে ছোটে। হরেক রকমের সুখের মাঝে আমাদের নিত্য বসবাস।
এই সুখেরও আবার বিভিন্ন রকম আছে ছোট সুখ, বড় সুখ, নিজের তৈরী সুখ, পরের তৈরি সুখ, না পাওয়ার সুখ, পাওয়ার সুখ।
পৃথিবীতে আসার সুখ : দুনিয়াতে সবচেয়ে বড় সুখ হচ্ছে পৃথিবীতে জন্ম নেয়ার সুখ। জন্ম না নিলে তো এই বিশাল পৃথিবীটাকে উপভোগই করা হতো না।
ক্লাসে ফার্স্ট হওয়ার সুখ : অনেক পরিশ্রম করে, অনেক পড়াশুনা করে, মেধা খাটিয়ে পরীক্ষার মাধ্যমে ক্লাসে প্রথম হতে পারলে সেটাও অনেক বড় রকমের সুখ বয়ে আনে।
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুখ : >- >-হাজার হাজার মেধাবীদের টপকিয়ে বিশ্ববিদ্যালয়ে গুটিকয়েক ছাত্রছাত্রীর মাঝে নিজেকে আবিস্কার করে সুখের সন্ধানের মজাটাই আলাদা।
প্রেমেতে সুখ : বিয়ের আগে প্রেম। ওয়াও হোয়াট এ রোমান্স। আয়রোজগারের চিন্তা থাকে না তাই ইচ্ছেমত ঘোরাঘুরি করা যায়। প্রেমিকার হাত ধরে হাঁটা বা তার কোলে মাথা রেখে ঘুমানোতে যে কি সুখ সেটা যারা প্রেম করে নাই তারা বুঝবে না।
মনমত চাকরি পাওয়ার সুখ : দীর্ঘ পরিশ্রমের পর মনমত একটা চাকরি পেলে অবারিত সুখলাভ হয়। যারপর সুন্দর সুন্দর স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেয়া যায়।
বাসর রাতের সুখ :
প্রথম বাবা হওয়ার সুখ : (অপূর্ণ) প্রথম বাবা হওয়ার সুখ যে কি ধরনের সুখ সেটা এখানে বলে বোঝানো যাবে না। যারা হতে পেরেছেন তারাই কেবল বোঝে যে এটাতে কি ধরনের সুখ বিরাজ করে। সন্তানের মুখে বাবা ডাকটা শুনতে বড্ড ইচ্ছে করছে।
প্রথম মা হওয়ার সুখ : (অপূর্ণ) আমার কাছে এটাই পৃথিবীর সবচাইতে বড় সুখ বলে মনে হয়। প্রায় একটি বছর নিজের গর্ভে অতি যত্নে সন্তানকে লালন করার পরে যখন ভূমিষ্ঠ হয় তারপর সেই সন্তানের প্রথম দর্শনটা যে মা পেয়েছে তার অনুভূতিটায় যে কি সুখ সেটাও বলে বোঝানো গেলো না।
কবরের সুখ : পৃথিবীতে যে অতি উত্তম আমল করতে পেরেছে, পৃথিবীর লোভ লালসাকে দমন করে এক আল্লাহর উপর অবিচল আস্থা রাখতে পেরেছে, রাসুল (স.) এর দেখানো পথে থাকতে পেরেছে সেই কেবল এই সুখের ভাগিদার।
বিষয়: বিবিধ
২২৭১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সুখের অনুভূতি গুলো কাঁঠালের কোষের মতো আলাদা করে দেওয়ায় পাঠে সুবিধা হয়েছে। ধন্যবাদ হে মহান চোর।
হেতেরে হাতে কলমে বুইঝ্যা দিতো অইবো আসল সুখ হচ্ছে ত্যাগে!!!
আহ হোয়াট এ কমেন্ট । ধন্য হলুম ভাইজান।
সুন্দর লেখা।
একই বাঁচি
একাই ভাল আছি
মন্তব্য করতে লগইন করুন