মনে কি পড়ে হারানো দিনের কথা
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২২ জুন, ২০১৪, ০৫:৫৫:৩৩ বিকাল
আচ্ছা তোমার মনে পড়ে সেই
যে আমাদের ছিল পুরনো একটি বাড়ী
যার মাঝখানেতে শান বাঁধানো পুকুর আর
তার চারপাশেতে নানান গাছের সারি।
মনে কি পড়ে আমাদের সেই পুরনো বাগান
রং বেরঙের ফুলের গাছ দিয়ে ঘেরা
আমাদের বসার ঘরের সেই যে বাতিগুলি
যাদের নীচে ছবির সারে ছিল পূর্বপুরুষেরা
আচ্ছা তোমার মনে পড়ে সেই
সাঁঝের লাজ রাঙ্গানো আকাশ
সামনে মাঠের শেষে সেই মন্দির খানি
যেখানে সন্ধ্যা আরতি হত বারোমাস
আমাদের বাড়ীর পেছনে সে যে নদীর তীর
ওই যে যে নদীটির ধীর শান্ত গতি
যার পাশেতে ক্ষেতের ফসল দুলছে মনের সুখে
সন্ধ্যা রঙের খেলায় তাদের লাগত সুন্দর অতি
মনে পড়ে সেই পাহাড়ের কথা
সেই পাহাড় যেখানে আমি চিৎকার করে
বলেছিলাম- ” তুমি কি আমার হবে?”
আজ মনে কি পরে তোমার সেই সব কথা
জানি মনে পরে না কালের কপোল তলে
সেই সব দিন হারিয়ে গেছে কবে।
লিখেছেন আমার ছোট্ট বোন রিয়া রিয়া
বিষয়: বিবিধ
১৭৯৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাপলা নাচে ঢেউয়ের তালে,
ডিঙ্গি নায়ে হেলে দুলে
নব-বধুর যাওয়া,
কোথায় হলো হাওয়া...?
**************
ছিচকে চোররা তলে তলে এত্তো রোমান্টিক ব্যাথায় ভুগে যানাছিলো না...!!!দারুন কবিতা,
অসাধারণ লেখা ভালো লাগলো ...... ধন্যবাদ
বোনকে বলবেন সুন্দর লিখেছেন আর আপনি ও পাক্কা চুরি করেছেন
মনের অজান্তে উড়ে এসে জুড়ে বসা এসব ক্ষণিকের প্রেমের ক্ষতগুলো সহজে শুকায়না। শালিক পাখির মত এসব সৃজনাল প্রেমের রেখে যাওয়া দাগ যেন ভূলার মত নয়।
...তোরে বানাইয়া কেন দিল
প্রভু তোমায় বুঝা বড় দায়,
জ্বালাইয়া মোর কাইড়া নিল
কেবল মন কাদে হায় হায়।
...তোরে বানাইয়া কেন দিল
প্রভু তোমায় বুঝা বড় দায়,
জ্বালাইয়া মোর কাইড়া নিল
কেবল মন কাদে হায় হায়। <:-P <:-P
মন্তব্য করতে লগইন করুন