তুমি কি টের পাচ্ছো আমার দীর্ঘশ্বাস? Broken Heart Broken Heart

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৩ জুন, ২০১৪, ০৪:০৪:০০ বিকাল

অদ্ভূত এক আঁধার আমার চারপাশে

ভয়াবহ শূন্যতাকে উপেক্ষা করে

তবু বসে আছি

তোমার প্রতীক্ষায়………!

তুমি কি শুনছো আমার বুকের ভেতর

কেমন প্রলয় উঠেছে?

তুমি কি টের পাচ্ছো আমার দীর্ঘশ্বাস?

আকাশের কোণে যে মেঘটুকু ভাসছে এখন

তাকে চিনতে পারছো কি?

কি জানি, কোথায় আছো! কেমন আছো!

আমার ব্যাপারে তোমার আগ্রহ বেঁচে আছে কি?

জানিনা কিছুই…………।

সময় বড় বেশি স্বার্থপর

বড় বেশি ক্লান্তিকর

তাই

আমার পথ চাওয়া আর কত দীর্ঘ হবে

আমি জানিনা।

তবু আছি পথ চেয়ে…….

লেখাটা আমার প্রিয় একজন মানুষের অভিব্যক্তি

বিষয়: বিবিধ

১৭০৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

237939
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
আফরা লিখেছেন : ভাইয়া এখনো সময় আছে ভাল হয়ে যান ,ভাল হতে পয়সা লাগে না ।আর গণধোলাইর চিন্তাও থাকবে না ।
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:১৮
184474
ছিঁচকে চোর লিখেছেন : তোমাকে (তুমি না অন্য কেউ) কাছে না পাওয়ার প্রতিটা মুহূর্তই আমার কাছে গণধোলাই। তাই তোমাকে পেতে এরকম হাজারটা ধোলাইয়ের জন্য প্রস্তুত আমি। Broken Heart
237951
২৩ জুন ২০১৪ বিকাল ০৪:২৯
ফেরারী মন লিখেছেন : সৎ নিয়তে অপেক্ষা করতে থাকেন ফিরে পেলেও পেতে পারেন। মেয়েদের মন বলে কথা হাজার বার বদলায়। Rose Rose
২৩ জুন ২০১৪ রাত ০৮:৫০
184559
ছিঁচকে চোর লিখেছেন : দেখি অপেক্ষা করতে থাকি পাই কিনা Love Struck Love Struck
238014
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ফাডাফাডি এক্কান কবিতা! তা চোর মশাই এইডা কোইত্থেকে মাইরা দিলেন?
হুনলাম পেরিসে নাকি জুতা থেরাপি চইলতাছে। দেশের মাডিতেও নাকি জনগণ গণধোলাই দেওনের জন্য তীর বল্লমে ষরিষার তৈল মর্দন শুরু করেছে।
২৩ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
184550
আবু সাইফ লিখেছেন : একটা প্রশ্ন-

"ছিঁচকে চোর" এর সাথে
"গ্যাঞ্জাম খানের খোলা চিঠি" এর
সম্পর্কটা কী/কিসের??????
২৩ জুন ২০১৪ রাত ০৮:৫৪
184560
ছিঁচকে চোর লিখেছেন : হাত পা নিশপিশ করতেছেরে ধোলাই খাওয়ার জন্য।


@@আবু সাইফ সাব

গ্যাঞ্জাম খান আর আমি খালাতো ভাই। ব্যাসিকেলি নো ডিফরেন্স। Big Grin Big Grin Big Hug Big Hug
238068
২৩ জুন ২০১৪ রাত ০৮:৪৪
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : চোর তো তাই কোন চিন্তাকরিনা। তবে গনধোলাই খাওয়ার অভ্যাসটা দূর করেন । Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter
২৩ জুন ২০১৪ রাত ০৮:৫৪
184561
ছিঁচকে চোর লিখেছেন : ধোলাই খাওয়ার অভ্যাস নাই তবে চেষ্টা করছি খাওয়ার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File