হু হু করে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু মনের মত জীবন সঙ্গী পাচ্ছেন না? Love Struck Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১৫ জুন, ২০১৪, ১২:৫৬:০০ দুপুর



হু হু করে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু মনের মত জীবন সঙ্গী খুঁজে পাচ্ছেন না। Love Struck Love Struck তাহলে আর দেরি কেনো আমরাই প্রথম আপনাকে দিচ্ছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার অথবা পছন্দের যে কোন প্রফেশনের পাত্র/পাত্রীর সন্ধান।

বিবাহবিডি (বিবাহবিডি ডট কম) আপনার শতভাগ সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা ৭ দিনই প্রস্তুত আছে। এ সেবাটি সম্পূর্ণ অনলাইন বেইজ এবং ১০০ ভাগ সেলফ সার্ভিস। ঘরে বসেই অনলাইনে রেজিষ্ট্রেশন করে নিজের মত করে প্রফেশন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনুযায়ী প্রতিষ্ঠিত পাত্র/পাত্রীর প্রোফাইল গুলো দেখে সহজেই বাচাই করে সরাসরি পাত্র/পাত্রী বা তার অভিভাবকের সাথে নিজেই যোগাযোগ করতে পারবেন এবং তা অতি দ্রুত সময়ের মধ্যেই।

তাছাড়াও বিবাহবিডিতে আপনার অথবা আপনার পরিবারের সদস্যের প্রোফাইলটি দেখে আপনাদের চাহিদা অনুযায়ী পাত্র/পাত্রী বা তাদের অভিভাবকেরাও সরাসরি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।

আর দেরি কেন। যত আগে আসবেন পছন্দের পাত্র/পাত্রী তত আগে পাবেন। তাই হাতছাড়া হওয়ার আগেই ভিজিট করুন

বিষয়: বিবিধ

২২৫৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235061
১৫ জুন ২০১৪ দুপুর ০১:১৯
বিন হারুন লিখেছেন : ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই. একজন কুকার পাত্রী চাই. পুঁটি মাছ ফ্রাই করতে পারলে চলবে. Happy
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩১
181688
ছিঁচকে চোর লিখেছেন : আপনি কি মৌলবাদী? নাহলে মেয়েদের শুধু ঘরের মধ্যে বসে রেখে রান্নাবান্নার কাজ চালাতে চাচ্ছেন কেনো? Time Out Time Out
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
181768
বিন হারুন লিখেছেন : ও বুঝতে পারছি আপনার কাছে ঘরে মন বসে এমন পাত্রী নাই তাই না? আপনার ঐ পাত্রীগুলো বিয়ে করলে নিজ ঘরে ঘর জামাই হতে হবে. বিয়ের বেলায়ও চুরি করতে চান. Happy
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
181776
ছিঁচকে চোর লিখেছেন : আপনার জন্য পাত্রি পাইছি। Love Struck Love Struck দেখতে মাশাল্লাহ বোকা টাইপের। তবে ভালোবাসবে জব্বর। আর রান্নাবান্না মাশাল্লাহ সুস্বাদু ও চমৎকার।
১৫ জুন ২০১৪ রাত ০৯:১৭
181807
বিন হারুন লিখেছেন : পাত্রও আমার হাতে আছে. সে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া. (মানে ল্যাংড়া)
235065
১৫ জুন ২০১৪ দুপুর ০১:৩০
egypt12 লিখেছেন : ভাই আমি গৃহিণী ও সত্যিকারের কুমারি পাত্রী চাই Give Up
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩২
181691
ছিঁচকে চোর লিখেছেন : যে দিনকাল পড়ছে তাতে প্রেম করা ছাড়া মেয়ে পাওয়া মুশকিল। আর কুমারী প্রমাণ করার কোনো হাতিয়ার থাকলে ভালো হতো। তবে যাই হোক চেষ্টা করবো আপনাকে একটা ফ্রেশ মেয়ে দেওয়ার। Talk to the hand Talk to the hand
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
181771
বিন হারুন লিখেছেন : ইজিপ্ট১২ এর জন্য কুমারি পাত্রী খুঁজতে কুমার পাড়ায় গিয়ে ছিলাম. সেখানে দুই বছরের এক কুমারি পেয়েছি. ওনার বায়োডাটা পেলে ছিঁচকে চোরকে নিয়ে সামনে বাড়ব. Love Struck
১৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
181777
ছিঁচকে চোর লিখেছেন : Big Grin Big Grin জব্বর কাজ করেছেন। চলেন দেখে আসি। তবে শর্ত একটা আপনার পছন্দ হৈলে কিন্তু হবে না। Shame On You Shame On You
১৬ জুন ২০১৪ সকাল ১০:১৬
181919
egypt12 লিখেছেন : আয় হায় অন্তত বয়ষ ১৫-১৬ হলেও তো কোন মতে সংসার করা যায় একেবারে ২ বছর! Surprised
235086
১৫ জুন ২০১৪ দুপুর ০২:০৮
নিউজ ওয়াচ লিখেছেন : Crying Crying Crying Crying
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৩
181692
ছিঁচকে চোর লিখেছেন : কান্দেন ক্যালা? একবার বিয়ে করে ভুল করেছেন? আবার করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একবার মাত্র ডিভোর্সের সুন্দরী মেয়ে। Love Struck Love Struck
235087
১৫ জুন ২০১৪ দুপুর ০২:০৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমি কিচ্ছু চাই না। দয়া করে আপনের ‍কুত্তাডা সামলাম চোর মামু!
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৪
181693
ছিঁচকে চোর লিখেছেন : বিয়ের বাজারে কুত্তা ঢুকলো ক্যামতে? কই কিছুই তো দ্যাখপার পারত্যাছি না।
235100
১৫ জুন ২০১৪ দুপুর ০২:৫৩
নূর আল আমিন লিখেছেন : অধুনিকা চেতনাহীন পাত্রী চাই
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
181694
ছিঁচকে চোর লিখেছেন : চেতনাহীন মানে মরা পাত্রি চান? নো প্রবলেম বিষ খাইয়ে মেরে ফেলে আপনাকে দেয়া হবে। Surprised Surprised
235106
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:২৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বিন হারুন লিখেছেন : ডাক্তার ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই. একজন কুকার পাত্রী চাই. পুঁটি মাছ ফ্রাই করতে পারলে চলবে Love Struck
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৫
181695
ছিঁচকে চোর লিখেছেন : ছিঁচকে চোর লিখেছেন : আপনি কি মৌলবাদী? নাহলে মেয়েদের শুধু ঘরের মধ্যে বসে রেখে রান্নাবান্নার কাজ চালাতে চাচ্ছেন কেনো? Time Out Time Out
235110
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৪৯
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো লিখাটি
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
181697
ছিঁচকে চোর লিখেছেন : লাগবে নাকি আপু মনের মত কোনো হ্যান্ডসাম, ইয়াং সো গুড লুকিং পাত্র? লাগলে শুধু আওয়াজ দিলেই চলবে। সোজা পৌছে যাবে আপনার কাছে Love Struck Love Struck
235129
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
প্রবাসী আশরাফ লিখেছেন : ডাক্তার-ইণ্জিনিয়ার বুঝিনা একজন সাদা মনের মানুষ চাই... Praying
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৫
181731
ছিঁচকে চোর লিখেছেন : সাদা মন মানে সহজ সরল মেয়ে মানে বোকা মেয়ে এই তো? নিজের মন কতটুকু সাদা সেটার হিসেব দ্যান দেখি খুঁজে পাই কিনা? Love Struck Love Struck
235132
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৪
হতভাগা লিখেছেন : নিজের চরকায় তেল দিয়েছেন তো ?
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:৫৬
181733
ছিঁচকে চোর লিখেছেন : মানুষের কল্যাণে আমি নিবেদিত প্রাণ। তাদের সুখ দুঃখ হাসি আনন্দে আমি চির ভাস্বর তাই নিজের চরকায় তেল মাখানোর সময় কই? Sad Sad
১০
235231
১৫ জুন ২০১৪ রাত ০৯:৫০
নূর আল আমিন লিখেছেন : ছিঁচকে চোর
বর্তমানে চেতনাধারীরা ছবির হাটে গাঞ্জা টানে আর শাহবাগের চিপাতে থাক আর কৈতাম না
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
182055
ছিঁচকে চোর লিখেছেন : মুখ সামলে কথা বলেন। আমি চোর হতে পারি কিন্তু মানুষ ভালো। Time Out Time Out
১১
235267
১৬ জুন ২০১৪ রাত ১২:০৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সবাই দেখছি পাত্রীর জন্য আবেদন করছে, পাত্রের জন্য কেউ আবেদন করেনি কেন বুঝতেছি না!
আমার একজন সুন্দর তালতো বইন চাই? পাওয়া যাবে তো?
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
182056
ছিঁচকে চোর লিখেছেন : আপনেও তো মিয়া পাত্রীর জন্যই আবেদন করলেন। Love Struck Love Struck
১২
235508
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
আফরা লিখেছেন :
ছিঁচকে চোর আবার ঘটক হল কবে !চুরি করে তো মাইর খান নাই এবার মাইর একটাও মাটিতে পড়বে না ।

১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
182058
ছিঁচকে চোর লিখেছেন : লাগবে নাকি আফরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার অথবা পছন্দের যে কোন প্রফেশনের পাত্র? কথা দিচ্ছি সারাজীবন সুখে রাখবে। ভালোবাসা দিয়ে তোমার সমস্ত কষ্ট ভুলিয়ে সুখের রাজ্য গড়বে। Love Struck Love Struck Love Struck
১৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
182059
আফরা লিখেছেন : no thanks ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File