নাদের আলী আর কত্তো বড় হলে কপালে একখানা বউ জুটবে?
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১৭ জুন, ২০১৪, ০৩:৪৬:৪৪ দুপুর
নাদের আলী আমি আর কত্তো বড় হলে কপালে একখানা বউ জুটবে? ২৭ টি বসন্ত পার হলো, কেউ কাছে এসে কাঁধে মাথা ঠুকে বললো না চলো বিয়ে করি। হাতের নোখগুলো অসম্ভব বড় হয়ে তাতে ময়লা জমেছে কেটে দিবে কে নাইতো কেউ। মাথার চুলগুলো উস্কোখুস্কো হয়ে জটলা পেকে গেছে কেউ নেই তাতে একটু চিরুনি দিবে। জামাকাপড়গুলো ময়লা হতে হতে সেটাতে ব্যাকটেরিয়ারা চিরসুখের ঘর বেঁধেছে পরিস্কার করার মত কেউ নেই। আজ বৃষ্টির দিন ইচ্ছে করছে দুজনে মিলে একটু ভিজবো কিন্তু কিভাবে তুমিই তো নেই। পাশের বাড়ির মকসুদ এইতে সেদিন বিয়ে করলো এখন তার চার চারটে বাচ্চা । আমি আর কত্তো বড় হবো?
বিষয়: বিবিধ
২৫২০ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চুরির তালে রাত করেছ ভোর
তুমিও দেখি খুঁজে বেড়াও পাত্রী
আজীবনের সঙ্গী তোমার রাত্রি
ছিঁচকে চোরার নাম শুনেই, পড়বে পাত্রী পুকুরে
ইঁদুর বিড়াল সব পালাবে, তুলবে গিয়ে কুকুরে
আবার বিয়ে করতে চাও, শরম করে না তোমার?
আমার মত ছেলে তুমি পাইবানা কখন
তোমারও দিলে চোট বুইজবনা কোন হালায়।
ফাইসসা যাইবা, ফাইসসা যাইবা মাইঙ্কা চিপায়।
আপনের নাম ডা কি?
রমজানের ব্যাপারে কিছু লিখবেন নাকি?
উই আর টিম।
মন্তব্য করতে লগইন করুন