নাদের আলী আর কত্তো বড় হলে কপালে একখানা বউ জুটবে? Sad Sad

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১৭ জুন, ২০১৪, ০৩:৪৬:৪৪ দুপুর



নাদের আলী আমি আর কত্তো বড় হলে কপালে একখানা বউ জুটবে? Sad ২৭ টি বসন্ত পার হলো, কেউ কাছে এসে কাঁধে মাথা ঠুকে বললো না চলো বিয়ে করি। হাতের নোখগুলো অসম্ভব বড় হয়ে তাতে ময়লা জমেছে কেটে দিবে কে নাইতো কেউ। মাথার চুলগুলো উস্কোখুস্কো হয়ে জটলা পেকে গেছে কেউ নেই তাতে একটু চিরুনি দিবে। জামাকাপড়গুলো ময়লা হতে হতে সেটাতে ব্যাকটেরিয়ারা চিরসুখের ঘর বেঁধেছে পরিস্কার করার মত কেউ নেই। আজ বৃষ্টির দিন ইচ্ছে করছে দুজনে মিলে একটু ভিজবো কিন্তু কিভাবে তুমিই তো নেই। Broken Heart Broken Heart পাশের বাড়ির মকসুদ এইতে সেদিন বিয়ে করলো এখন তার চার চারটে বাচ্চা । আমি আর কত্তো বড় হবো?

বিষয়: বিবিধ

২৫২০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235808
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:১৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : চান্দু কপালের মাইনষৌর জন্য কুনো বৌ বরাদ্ধ রাখা অয় ন।
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৫
182276
ছিঁচকে চোর লিখেছেন : তাইলে কি সব বউ গ্যাঞ্জাম লাগানোরা পাইবো? At Wits' End At Wits' End
235812
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : যারা গ্যাঞ্জাম লাগাতে ওস্তাদ তারা বৌ পটানোতেও ওস্তাদ!
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৩৯
182282
ছিঁচকে চোর লিখেছেন : বউ পটে না ভাগে ভাগে। চাপার জোরে তো আর বউ থাকে বউ রাখতে মনের জোর থাকতে হয়।
235820
১৭ জুন ২০১৪ বিকাল ০৪:৪৫
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : কিতা কনরে ভাই আমারও বেহাল অবস্থা!কত যে কামনা করি, কেও এসে বলবে...... শালার দুইন্নাইত কানা মাইনশে ভইরা গেছে,এতো বড় অইছি তবু কারো চোখেই পড়িনা!
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
182297
ছিঁচকে চোর লিখেছেন : আন্দোলন, আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া কিছু অর্জন হয়েছে শুনেছেন কখনো? চলেন নাইম্মা পড়ি।
235835
১৭ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
কুশপুতুল লিখেছেন : আহারে ছিঁচকে চোর
চুরির তালে রাত করেছ ভোর
তুমিও দেখি খুঁজে বেড়াও পাত্রী
আজীবনের সঙ্গী তোমার রাত্রি

ছিঁচকে চোরার নাম শুনেই, পড়বে পাত্রী পুকুরে
ইঁদুর বিড়াল সব পালাবে, তুলবে গিয়ে কুকুরে


আবার বিয়ে করতে চাও, শরম করে না তোমার?
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০০
182339
ছিঁচকে চোর লিখেছেন : চোর হলেও মানুষ ভালা আছে সুন্দর মন
আমার মত ছেলে তুমি পাইবানা কখন Shame On You Shame On You
235859
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
আহ জীবন লিখেছেন : সাবধান ফাইসসা যাইবা, সাবধান ফাইসসা যাইবা, ফাইসসা যাইবা মাইঙ্কা চিপায়। তোমারও দিলে চোট বুইজবনা কোন হালায়,
তোমারও দিলে চোট বুইজবনা কোন হালায়।
ফাইসসা যাইবা, ফাইসসা যাইবা মাইঙ্কা চিপায়।
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০১
182340
ছিঁচকে চোর লিখেছেন : কিসে ফাইস্সা যাইবো? Punch Punch
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
182356
আহ জীবন লিখেছেন : যে বিষয়ে আফসোস কইরতেছেন। বিয়া।

আপনের নাম ডা কি?

রমজানের ব্যাপারে কিছু লিখবেন নাকি?
উই আর টিম।
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
182361
ছিঁচকে চোর লিখেছেন : ধরুন আমার নাম ইফান আহমেদ। তাহলে এবার কাজ শুরু করুন।
১৭ জুন ২০১৪ রাত ০৮:১৮
182406
আহ জীবন লিখেছেন : ধইরছি। সুন্দর নাম। আমার মাথায় ধরতেছেনা একটা প্রস্তাব করেন।
235884
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
প্রবাসী আশরাফ লিখেছেন : এই ছিঁচকে চোর নিয়া দেখি ব্লগবাসি বিরাট ঝামেলায় পড়লো। কোন সময় কি চুরি করে বুঝা বড় দায়। হায় এবার বুঝি কোন মাইয়ার মন চুরি করে বউ বানায় কে তা জানে। চোরের বউ চোর হইলেই ভাল হয়। চোরে চোরে কাটাকাটি। Clown
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
182362
ছিঁচকে চোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin চোরের বউ হবে সাধু। কারণ চোরকে সাধু বানাতে হবে না?
235895
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : চোর ভাই, দেইখেন কিন্তু চুরি কইরা কিছু কইরেন্না আবার । আমার জন্য একটা দেইখেন । কষ্টে আছি, প্রবাস জীবনে ।
১৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
182374
ছিঁচকে চোর লিখেছেন : নাম দেখে তো মনে হচ্ছে ইস্মার্ট ফুলা। তা আবার মেয়ে খুঁজেন কিল্লাই?দেশে আইসা বিয়া কৈরা ফালান। Love Struck Love Struck
১৭ জুন ২০১৪ রাত ১০:১৫
182462
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাই মানুষে নাকি বিদাশি ফুলা হচন্দ করেনা । তাই একটু সংকিত ।
১৭ জুন ২০১৪ রাত ১১:১০
182492
ছিঁচকে চোর লিখেছেন : মন সুন্দর থাকলে সব মেয়েরাই পছন্দ করবে। তাই মনকে সুন্দর রাখেন।Love Struck Love Struck
236027
১৮ জুন ২০১৪ রাত ০১:১১
পাহারা লিখেছেন : ভাই চুরি করে একজন নিয়ে আসেন দেখবেন সব ঠিক হয়ে গেছে ,শালি আছে এমন দেখে কইরেন।সাথে আমার কথা মাথায় রাইখেন।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:৫৪
182724
ছিঁচকে চোর লিখেছেন : ভালো পরামর্শের জন্য ধন্যবাদ। খুঁজে দেখবো পেলে আপনাকে জানাবো। আপনার মুবাইলে নাম্বারটা দ্যান। Call Me Call Me
236030
১৮ জুন ২০১৪ রাত ০১:২২
আফরা লিখেছেন : নাদের আলীর যা বর্ণনা পেলাম তাতে তো মনে হয় না তার বয়স ৭০ বছর ।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:৫২
182723
ছিঁচকে চোর লিখেছেন : আমাদের ব্লগের কিছু দ্বীনি (নিজেদের ইসলামের ধারক ও বাহক মনে করে) ভাই তোমাকে এসব আজেবাজে পোষ্টে মন্তব্য করতে মানা করেছে। এতে নাকি অনেক দ্বীনি বোনের মনে কষ্ট লাগে এবং সেই কষ্টটা কি ধরনের কষ্ট সেটাও জানতে চেয়েছে। ভবিষ্যতে এসব আজেবাজে পোষ্টে মন্তব্য করলে তোমার ঈমান থাকবে কিনা সেটা ভেবে দেখার অনুরোধ রইলো। তোমার মন্তব্যে জানতে পারলাম তুমি ওতোটা গোঁড়া নও। সৃষ্টিকর্তা বিবেক বুদ্ধি দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার জন্য।
১০
239241
২৬ জুন ২০১৪ রাত ১১:৪৩
পাহারা লিখেছেন : ছিচকে চোর ভাই এগিয়ে চল , আমরা আছি আপনার সাথে।
২৭ জুন ২০১৪ রাত ১০:২৩
185835
ছিঁচকে চোর লিখেছেন : আর সাথে না থাকলে কি হপে আমার? Surprised Surprised
১১
239816
২৯ জুন ২০১৪ রাত ০১:২২
পাহারা লিখেছেন : ভাই চুরি করতে ধরা খেলে আমরা নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File