হায়রে নারী Crying Crying Crying

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ১৬ জুন, ২০১৪, ০৮:১২:৪২ রাত



নারী বিষয়ে বহু ধারণা প্রচলিত আছে। তবে এর কিছু সত্য এবং কিছু মিথ্যা। যদিও সব পূর্বধারণা কখনোই সত্য হয় না। তাই এর ব্যতিক্রম থাকবেই। এ লেখায় থাকছে এ ধরনের কিছু প্রচলিত ধারণা, যা অনেকাংশেই সত্য।

১. নারী সংবেদনশীল

নারী বিষয়ে অন্যতম একটি প্রচলিত ধারণা যে নারী সংবেদনশীল। আর বাস্তবেও বেশিরভাগ নারীকে তাই দেখা যায়।

দুই-একজন হয়তো তা নাও হতে পারেন। কিন্তু যদি তার পরেও আপনাকে মানতে হবে যে, অধিকাংশ নারীই সংবেদনশীল। নারী হিসেবে আপনি যতোই শক্তিশালী ও কঠোর হন না কেন, আপনার ভেতরের সংবেদনশীলতাকে অস্বীকার করতে পারবেন কী?

২. নারী কথা বলতে ভালোবাসে

কথা বলা নারীর প্রিয় একটি কাজ। তা গসিপ কিংবা অন্য যে কোনো বিষয়ই হোকনা কেন। মৌখিক যোগাযোগের এ মাধ্যমটিকে নারী সব সময়েই ব্যবহার করে।

৩. নারী হালকা

দেহের ওজনের দিক দিয়ে পুরুষের তুলনায় নারীর গড় ওজন কম হয়। এর পেছনে দৈনন্দিন বা জীবনযাপনজনিত কোনো কারণ জড়িত নয়। এটা স্বাভাবিক একটা বিষয়। যদিও এর ব্যতিক্রমও পাওয়া যায়।

৪. নারী হিংসুটে

ছোটখাট বিষয় নিয়ে নারীদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি দেখা যায়। তবে বরাবরের মতো বলতেই হয়, সবাই এমন নয়।

৫. নারী আবেগপ্রবণ

আবেগের সঙ্গে নারীর সম্পর্ক পুরুষের তুলনায় অনেক বেশি। আবেগগত বিষয় থাকলে নারী অনেক বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে।

৬. বান্ধবীকে সবকিছুই বলে নারী

নারী তার ঘনিষ্ঠ বান্ধবীকে তার জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়ই জানিয়ে দেয়। যেসব বিষয় আলোচনা করলে সমাধান পাওয়া যাবে সেসবের পাশাপাশি সমাধানের অনুপযোগী বিষয়, হৃদয়বৃত্তিক বিষয়- সব কিছুই থাকে এ তালিকায়

কোথায় পাইছি সেটা বড় কথা না.. কথা হলো বিষয়টা সত্য কিনা Winking

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235537
১৬ জুন ২০১৪ রাত ০৮:১৬
নিউজ ওয়াচ লিখেছেন : Tongue Tongue Tongue
১৬ জুন ২০১৪ রাত ০৮:১৯
182071
ছিঁচকে চোর লিখেছেন : নারীরা এরকমই বুঝলেন। তাই বিয়ে করতে সাবধান । Love Struck Love Struck
235549
১৬ জুন ২০১৪ রাত ০৮:৪৩
ধন্যবাদ লিখেছেন : কি ব্যাপর সাহেব! ভাবির সাথে ঝগড়া হল নাকি? না আপনার সাথে চুরি করতে বের হতে চায় না Tongue
১৬ জুন ২০১৪ রাত ০৯:০২
182083
ছিঁচকে চোর লিখেছেন : ঐ আর কি Big Grin Big Grin
235550
১৬ জুন ২০১৪ রাত ০৮:৪৬
নীল জোছনা লিখেছেন : নারীরা সবই। তারা হিংসুটে তারা সংবেদনশীল তারা বেশী কথা বলে।
১৬ জুন ২০১৪ রাত ০৯:০২
182084
ছিঁচকে চোর লিখেছেন : হ সবই। সবই তো লিখছি।
235553
১৬ জুন ২০১৪ রাত ০৮:৫৩
মনসুর আহামেদ লিখেছেন : হঠাৎ নারীদের প্রতি খেপে গেলেন কেন। নারী, সে তো মা, সে তো বোন, কখনো সে বউ।
৩. নারী হালকা, এ ব্যাপারে একমত না।
এখানের নারীরা ৩০০ থেকে ৪০০ পাউন্ড ওজন
হবে।
১৬ জুন ২০১৪ রাত ০৯:০২
182085
ছিঁচকে চোর লিখেছেন : উপ্রে নারীর সব দোষ গুণই প্রকাশ করা হয়েছে। Love Struck Love Struck
235559
১৬ জুন ২০১৪ রাত ০৮:৫৮
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৩
182086
ছিঁচকে চোর লিখেছেন : কিরে ভাই কোন সে রমণী আপনাকে এমন করে ছ্যাক দিলো যে কলজে ফাইট্টা দুভাগ হয়ে গেলো? Tongue Tongue Broken Heart Broken Heart
235574
১৬ জুন ২০১৪ রাত ০৯:২২
হতভাগা লিখেছেন : ৭. নারী টাকা ওড়াতে ভালবাসে , তাও আবার আরেকজনের টাকা । নিজেরটা না ।

৮. নারী দ্বিমুখী আচরণ করে পারসন বুঝে : পাড়ার পোলাপান টিজ করলে মামলা করে আর শাহরুখ জড়িয়ে ধরে চুমু খেলে সমস্যা হয় না বরং খুশী হয় ।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৪২
182109
ছিঁচকে চোর লিখেছেন : তবে সব মেয়েকে আমি ঢালাওভাবে দোষ দেই না। কিছু কিছু মেয়ে আমার দারুণ ভালো লাগে। তবে ডিসুস মেয়েরা চোখে পড়ে বেশী ।
235585
১৬ জুন ২০১৪ রাত ০৯:৫১
ব্লগার শুয়েব আহমেদ লিখেছেন : ধন্যবাদ ভাই খুব সুন্দর লিখেছেন।
১৬ জুন ২০১৪ রাত ১০:১৬
182111
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
235592
১৬ জুন ২০১৪ রাত ১০:০৯
জুমানা লিখেছেন : চোর ভাই নারির ভাল গুন গেলো নিয়ে ও লিখেন কিন্তু......
১৬ জুন ২০১৪ রাত ১০:১৭
182112
ছিঁচকে চোর লিখেছেন : আপু ভালো গুণগুলো নিয়ে লেখার মানসিকতা যখন মেয়েরা তৈরি করতে পারবে তখন লিখবো।
235602
১৬ জুন ২০১৪ রাত ১০:৪৪
দ্য স্লেভ লিখেছেন : হঠাৎ নারীর প্রতি বিদ্বেষ !!! ডালমে কুচ কালা হে তো নেহী ???
১৭ জুন ২০১৪ দুপুর ১২:০৩
182212
ছিঁচকে চোর লিখেছেন : বিদ্বেষ নয় সবার জানা দরকার। কখন এসব অস্ত্র দিয়ে তারা নিরিহী পুরুষদের ঘায়েল করে তার জন্য সচেতন করছি সবাইকে। Tongue Tongue
১০
235697
১৭ জুন ২০১৪ সকাল ১১:২২
প্রবাসী আশরাফ লিখেছেন : চুরির মাল তাই - img]http://www.onbangladesh.org/blog/bloggeruploadedimage/probashiashraf/1402982477.jpg[/img]

প্রিয় ছিঁচকে চোর দেখি নারী সম্প্রদায় নিয়া বহুত গবেষনা করছে। ঘটনা কি জাতির কাছে পরিষ্কার করা হোক। m/ m/ m/
১১
235698
১৭ জুন ২০১৪ সকাল ১১:২৩
প্রবাসী আশরাফ লিখেছেন : চুরির মাল তাই -


প্রিয় ছিঁচকে চোর দেখি নারী সম্প্রদায় নিয়া বহুত গবেষনা করছে। ঘটনা কি জাতির কাছে পরিষ্কার করা হোক।
১৭ জুন ২০১৪ দুপুর ১২:০৩
182213
ছিঁচকে চোর লিখেছেন : এটা কোনো ঘটনাই না প্রবাসী আশরাফ ঝরণা। Big Grin Big Grin

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File