পছন্দের নারীকে বশে আনার কয়েকটি সহজ তরিকা Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৪ জুন, ২০১৪, ০১:২২:৫৫ দুপুর

নারী শব্দটির মধ্যেই যেন পৃথিবীর সমস্ত রহস্য লুকিয়ে আছে। নারীরা চপলমতি হন, স্থির বুদ্ধিসম্পন্ন হন আবার ভাবুক প্রকৃতিরও হন। নারীরা ভিন্ন দেহ বৈচিত্র্য এবং ভিন্ন রূপ বৈচিত্র্যের অধিকারী হন, ভিন্ন তাঁদের চাওয়া পাওয়া। কিন্তু একটি দিকে তারা সবাই অনেকটা একই রকম হয়ে থাকেন। আর সেটা হলো প্রেমিক পুরুষের ক্ষেত্রে। যেমন এমন অনেক কথা আছে যেগুলো নারীরা পুরুষদের মুখ থেকে শুনতে ভীষণ পছন্দ করেন। পছন্দের নারীকে খুশি করতে চান? তাহলে বলুন এই কথা গুলো।

১. তোমাকে অনেক সুন্দর লাগছে : ;Winking ;Winking

এটা খুবই সাধারণ একটি কথা যা প্রতিটি নারী তাদের আকাঙ্খিত পুরুষদের কন্ঠ থেকে শুনতে পছন্দ করেন। সেই নারী হোক সুন্দর বা অসুন্দর তবু এই কয়েকটি শব্দ তাদের কানে লাগে সুমধুর। কোনো পুরুষ যদি মুগ্ধতার বশে বলেন যে তোমাকে আজ বেশ সুন্দর লাগছে তাহলে নারীরা খুশি হয়ে যান। এই বাক্যটি তখন তাদের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাক্য মনে হয়।

২. তুমি আমার জীবনের প্রথম নারী : Loser

প্রতিটি নারীই চান তার পুরুষটি যেন তাকে অনেক বেশি ভালোবাসেন এবং তাকে ছাড়া যেন দ্বিতীয় কোনো নারীর দিকে তারা না তাকান। আর তিনি হয়ে থাকেন সেই পুরুষের জীবনের প্রথম নারী তাহলে তার জীবনে অপূর্ণতার আর কিছুই থাকে না। পুরুষ সঙ্গীটির মুখে একজন নারী শুনতে চান যে ‘তুমি আমার জীবনের প্রথম নারী’ এই বাক্যটি। সেটি যদি মিথ্যাও হয়ে থাকে তারপরও তার কাছে সেটি চরম সত্যি কথা।

৩. তুমি অনেক আবেদনময়ী : Day Dreaming Day Dreaming

অন্যান্য কথার সাথে এই কথাটাও অনেক প্রিয় একজন নারীর কাছে। পুরুষ সঙ্গীটি বেশি আবেদনময়ী বলে পছন্দ করেন এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য বলে তার মনে হয়।

৪. তুমি অনেক ভালো একজন মা হবে : Happy>- Happy>-

জীবনে একজন আদর্শ মা হতে চায় প্রত্যেকটি নারী। কিন্তু ক’জনে হতে পারেন। এ কারণে আপনার সঙ্গী পুরুষটি যখন বলেন যে তুমি একজন ভালো মা হবে তখন নারীটির আর খুশির সীমানা থাকে না। সে এত বেশি খুশি হয় যে তাকে জীবনের সবচেয়ে পছন্দের বাক্যটি যেন বলা হয়েছে।

৫. তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে : Surprised Surprised

প্রতিটি মানুষের আলাদা কিছু সত্ত্বা রয়েছে। এ কারণে আলাদা সত্ত্বার মানুষগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভিন্ন ভিন্ন সত্ত্বার মানুষগুলোর জীবন সঙ্গীকে প্রপোজ করার পদ্ধতিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন নারী বৈচিত্র্যপূর্ণভাবে প্রপোজে বেশি খুশি হয়। তার মধ্যে এটি একটি যেমন তুমি কি আমার সাথে তোমার সারাটি জীবন কাটাবে? এ ধরনের বাক্যেও একজন নারী অনেক বেশি খুশি হয়ে থাকেন।

৬. তুমি কি মনে করো :

কোনো একটা বিষয়ে যদি পুরুষ সঙ্গীটি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই বিষয়টি সম্পর্কে তুমি কি মনে কর বা কোনো একটা বিষয় সম্পর্কে যদি তার মতামত জিজ্ঞাসা করে তাহলে নারীটি ভীষণ খুশি হয়ে থাকে। তারা ভাবেন যে তাদের মতামতেরও মূল্য দিচ্ছেন তার পুরুষ সঙ্গীটি।

৭. তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ : Rose Rose

এমন কথা শুনতে কার না ভালো লাগে। একজনের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ এর চেয়ে বেশি পাওয়ার আর কি হকে পারে। এই ধরনের কথাতেও একজন নারী যার পর নাই খুশি হয়ে থাকেন।

৮. তুমি আমার জীবনে আছো বলে আমি সবচেয়ে সুখী মানুষ : Big Hug Big Hug

আপনার জীবন সঙ্গীটি যখন এই ধরনের কথা আপনাকে বলে তখন স্বাভাবিকভাবে আপনার মাঝে একটা গর্ববোধ হতে থাকে। এটিও একজন নারীর শুনতে পৃথিবীর শ্রেষ্ঠ বাক্যগুলোর মধ্যে একটি। এই কথায় তারা অনেক বেশি খুশি হয়ে ওঠেন।

৯. তুমি জানো আমার মনে কি হচ্ছে : Chatterbox Chatterbox

একজন পুরুষ যখন এই কথা একজন নারীকে বলে থাকেন তখন একজন নারী ভাবেন আমি ছাড়া এমন কেউই তার জীবনে নেই যে তার কষ্টটা বুঝবে। এ কারণে তারা অনেক বেশি খুশি হন। তারা খুশি হন এই ভেবে যে ভালোবাসার মানুষটি শুধু আমাকেই ভালোবাসে এবং আমাকে ছাড়া কিছুই বোঝে না।

১০. আমি তোমাকে ভালোবাসি : Love Struck Love Struck

পৃথিবীতে নারীরা সবচেয়ে বেশি খুশি হন যে বাক্যটি শুনে তা হল ‘আমি তোমাকে ভালোবাসি’। এটি তাদের কাছে সবচেয়ে প্রিয় একটি বাক্য। তারা এর জন্য অনবরত স্বপ্ন দেখে যান যে আকাঙ্খিত পুরুষটি এসে তাকে বলবে এই চরম সত্য বাক্যটি। এই বাক্যটি শোনার জন্য তাদের ঘুম আসে না। এটি শোনার পর তারা যার পর নেই খুশি হন।

বিষয়: বিবিধ

২৮৬৩ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238307
২৪ জুন ২০১৪ দুপুর ০১:৩০
নিউজ ওয়াচ লিখেছেন : Love Struck Love Struck Love Struck Big Grin Big Grin
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
184781
ছিঁচকে চোর লিখেছেন : বয়স আছে? থাকলে আরো দুইএকটা পটাতে পারেন। Tongue Tongue
238308
২৪ জুন ২০১৪ দুপুর ০১:৩৫
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ভাইজান দেহি ইদানিং ললনাদের নিয়ে গবেষনা করতাছেন । এই পর্যন্ত কয়টা পটাইছেন ? আর ছেকা খাইছেন কয়টা? নাকি আবার নতুন করে বুড়ির প্রেমে পড়লেন ? চিন্তার কিছু নাই, বুড়িরে পটাস কইরা বইলা পালান আইলাভু, পিচনে পিচনে চোরের মত হাইটা লাভনাই । Thinking Thinking
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
184782
ছিঁচকে চোর লিখেছেন : একমাত্র আপনিই আমার মনের কথাডা বুইজ্জা ফালাইছেন। কেম্নে পারলেন গো। Big Grin Big Grin বলতে চাই কিন্তু পারি না Sad যদি কিছু মনে করে।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
184873
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : লজ্জা সরমের মাথাখাইয়া বইলা পালান ,শরমের কিছু নাই ।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
184880
ছিঁচকে চোর লিখেছেন : তার তো মেঘের উপ্রে বাসা
কেম্নে বলি তাকে আলাবু Love Struck Love Struck
238313
২৪ জুন ২০১৪ দুপুর ০১:৫৮
হতভাগা লিখেছেন : সিক্রেট বলে দিলেন ?
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
184784
ছিঁচকে চোর লিখেছেন : না বলে আর থাকতে পারলাম কই? Love Struck
238314
২৪ জুন ২০১৪ দুপুর ০২:০২
প্রবাসী আশরাফ লিখেছেন : কোন জায়গার চুরির মাল কে জানে বাট পার্টনারকে পটানোর দারুন দশটি কৌশল।কিন্তু ফাঁস হওয়া পটানো কৌশলে কতটুকু কাজ হবে সেটা গবেষনার বিষয়। কথায় আছে নারীর মন বুঝতে লাগে সাধন। এই বুঝতে বুঝতে হয়তো পার হবে সারা জীবন। একবার বুঝতে পারলে বৃদ্ধ বয়সেও রবে অটুট বাঁধন।
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
184787
ছিঁচকে চোর লিখেছেন : কথায় আছে নারীর মন বুঝতে লাগে সাধন।

আপনার এই কথার সাথে আমি ১০০% একমত নয় কারণ বাংলাদেশের শতকরা ৮০ ভাগ নারীই বোকা এবং খুব সহজেই তাদের পটানো যায়। কাজেই আর দেরি কেনো নেমে পড়ুন এখুনি।
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
184795
প্রবাসী আশরাফ লিখেছেন : মেয়েদের কথার চিপায় তো এখনো পরেন নাই, পরলে চুরিদারি ছাইরা মন সাধনার সাধু হইতেন। Clown Clown Clown
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
184798
ছিঁচকে চোর লিখেছেন : শোনেন চোর হৈলেও দুই একজনের মন চুরি করেই আজ চোর সেজেছি। সাধে কি সাধু থেকে চোর Broken Heart Broken Heart
238339
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:৫১
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
184788
ছিঁচকে চোর লিখেছেন : আমি আবার কি করলুম? এভাবে পিটাচ্চেন কেনো Crying Crying Crying Crying
238349
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:০৮
আহমদ মুসা লিখেছেন : ১০ টি পয়েন্ট বলে দিলেন। এসব পয়েন্টের উত্তরে কি বলতে পারে বা বলা উচিত একজন নারীর?
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৪
184789
ছিঁচকে চোর লিখেছেন : এই কুশ্চেন তো একজন নারী করতে পারে বাট আপনি কেনো করলে সেটা মালুম হৈলো না। Worried Worried
238357
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
আফরা লিখেছেন : হায় আল্লাহ !ছিঁচকে চোর ভাইয়া আপনাকে আমি এতদিন ছেলে মনে করেছিলাম !!আজকে বুঝলাম আপনি যে আপু ।
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
184783
প্রবাসী আশরাফ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
ওরে কে কোথায় আছিস আমাকে একটু ধর!!! আমি যে হাসতে হাসতে পরে গেলাম রে!!!
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩১
184786
আফরা লিখেছেন : হাসেন ভাইয়া বেশী করে প্রান খুলে হাসেন ।এটা স্বাস্থ্যের জন্য ভাল ।
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৬
184791
প্রবাসী আশরাফ লিখেছেন : মাননীয় ছিঁচকে চোরকে এমন কথার ধোলাই দিলে না হেসে উপায় আছে নাকি?

২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৩৯
184794
ছিঁচকে চোর লিখেছেন : পোষ্ট রিলেটেড মন্তব্য করুন। পার্সোনাল এটাক নয়। Shame On You Shame On You আমি যে একজন পুরুষ তাতে কোনো সন্দেহ নাই। আপনার ধারণাই ভুল । কেনো একটা মেয়ে কি চায় একজন পুরুষ কি তা অনুমান করতে পারে না? Love Struck Love Struck
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪৩
184797
প্রবাসী আশরাফ লিখেছেন : ছিঁচকে চোর একজন পুরুষ (স্বঘোষিত) বাট জাতি এর যথার্থ প্রমান চায়। উপপাদ্য ব্যাখ্যার ন্যায় জাতির কাছে প্রমান করা হোক ছিঁচকে চোর একজন পুরুষ। :D/ :D/ :D/
২৪ জুন ২০১৪ বিকাল ০৪:৪৯
184799
ছিঁচকে চোর লিখেছেন : উপরের কথাগুলোই প্রমাণ করে আমি একজন পুরুষ। আর অন্য ওয়ে একটা আছে কিন্তু সেটা আপাতত এখানে প্রমাণ করা সম্ভব নয়। Tongue Tongue
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:০৮
184811
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই কিচ্ছু কইতান ন। কইলেই গ্যাঞ্জাম লাইগ্যা যাইবো।
238391
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসব পুরানা কাসুন্দি। এসবে কুনো নারী পটানো যাইতো ন।
নারী পটানোর আসল কাম অইলো গ্যাঞ্জাম লাগাবে হবে জায়গা মত।
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:১২
184812
ছিঁচকে চোর লিখেছেন : নারীরা পরিপাটি থাকতে পছন্দ করে কোনো গ্যাঞ্জামে তারা নেই। সুতরাং অপব্যাখ্যা দিয়ে নারীকে পটানো যাবে না। Shame On You Shame On You
238398
২৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
নীল জোছনা লিখেছেন : আজকাল টাকা, হ্যান্ডসাম হলেই নারী পটে যায়। আপনার তৈরি করা ফর্মুলার দিন শেষ।
২৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
184867
ছিঁচকে চোর লিখেছেন : হু
১০
238442
২৪ জুন ২০১৪ রাত ০৮:১৩
চিরবিদ্রোহী লিখেছেন : Surprised Surprised Surprised Surprised At Wits' End At Wits' End At Wits' End At Wits' End হায় হায়!!! একে পাগলের আকাল নাই, এর উপর আবার ঝোলা গুড়ের হাড়ি তুলে দিলেন.....এবার মাখাইলে আপনারে দিয়া মোছানো হবে।
২৪ জুন ২০১৪ রাত ০৯:০৪
184913
ছিঁচকে চোর লিখেছেন : হ মুচ্চেন। সবার বিষয়টা জানা দরকার বলে মনে করি তাই শেয়ার করলাম। Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File