আমার চোখে একজন আদর্শ ব্লগারের মাপকাঠি Day Dreaming

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ২৮ জুন, ২০১৪, ০৭:৪৭:০১ সন্ধ্যা

ভালোবাসলেই যেমন ঘর বাঁধা যায় না, থাকা চাই মনের ঘরের শক্ত খুঁটি তেমনি শুধু ব্লগের খাতায় নাম লিখলেই ভালো ব্লগার হওয়া যায় না। ব্লগার হতে গেলে থাকতে চাই অসীম ধৈর্য, অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালো মানসিকতা, অপরের সমালোচনা সহ্য করার মত দৃঢ় মনোবল, সর্বোপরি চলার মত মেধা।

লেখা বড় না করে কিভাবে ভালো ব্লগার হওয়া যায় তার কিছু তালিম Big Grin

১) ফুসরত পেলেই ব্লগে লগিন করা এবং আমন্ত্রণ জানানো পোষ্টসহ সব পোষ্ট পর্যবেক্ষণ করা।

২) বেশী বেশী এবং যুক্তিপূর্ণ রসাত্মক মন্তব্যের মাধ্যমে ভালো লেখাকে প্রমোট করা। রেডিমন্তব্য কম করা।

৩) নিজের সাধ্যমত মেধা খাটিয়ে পোস্টের মাধ্যমে নতুন কিছু ব্লগারদের উপহার দেয়া এবং যুক্তিসহকারে ছোট পোষ্ট করা কারণ ছোট পোষ্টের পাঠক বেশী।

৪) ভালোকে ভালো এবং মন্দকে সমালোচনা সহকারে পরিশুদ্ধ করার পরামর্শ দেওয়া।

৫) পোষ্টে মন্তব্যে করলে তার প্রতিমন্তব্য দেওয়া।

৬) যাদের ব্লগ সম্পর্কে ধারণা কম তাদের যথাসাধ্য জ্ঞান দেওয়ার চেষ্টা করা এবং নতুন নতুন ব্লগারদের আমন্ত্রণ জানানো।

৭) যেসব ভাই বোনেরা এখনো বিবাহ করেন নাই তাদের জন্য উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান দিয়ে ইহকাল ও পরকালে অসীম ছাওয়াবের ভাগি হওয়া। Love Struck Tongue

আরো পরামর্শ থাকলে আপনার যোগ করতে পারেন। আমি সেগুলো ইনক্লুড করে দিবো। Whew!

বিষয়: বিবিধ

১৯৮৪ বার পঠিত, ৫৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239722
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ৭) যেসব ভাই বোনেরা এখনো বিবাহ করেন নাই তাদের জন্য উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান দিয়ে ইহকাল ও পরকালে অসীম ছাওয়াবের ভাগি হওয়া।
এই শর্ত পালন করার মত কেউ পাইনি তাই কাউকে আমি ভালো ব্লগার বলতে পারলমা না ,,অনেক অনেক ধন্যবাদ চুর
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
186000
ছিঁচকে চোর লিখেছেন : এটা ভালো ব্লগারের একটা অন্যতম মাপকাঠি। এটাই একমাত্র মাপদণ্ড নয়। কেন আপনি জানেন না আমাদের আবু জারীর ভাই একজন ম্যাচ মেকার। Surprised Surprised
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৩
186005
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া আপনার লিখা অনেক ভালো লেগেছে এবং আমাদের মধ্যে অনেক ভালো ব্লগার আছেন যাদের মান অনেক উচ্চে। আমি শুধু ভাইয়ার সাথে মজা করলাম।
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৭
186007
ছিঁচকে চোর লিখেছেন : সুন্দর সুন্দর । বুকে আসেন Big Hug Big Hug
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৮
186008
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : https://www.facebook.com/ami.b.cai.9
আসেন ,,,
239731
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ পিলাচ
২৮ জুন ২০১৪ রাত ০৮:০০
186001
ছিঁচকে চোর লিখেছেন : আপনার ভালো লাগে না কি সেটা নিয়ে আমার এখন পিএইচডি করতে হবে। Love Struck Love Struck Worried Worried
239737
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৭
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ ।
Rose Good Luck Rose
২৮ জুন ২০১৪ রাত ০৮:০৮
186009
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ Big Hug Big Hug
239748
২৮ জুন ২০১৪ রাত ০৮:৩১
ভিশু লিখেছেন : ৮) নারী কিংবা পুরুষ না - সবাইকে 'মানুষ' এবং অন্তর থেকেই সুপ্রিয় সহব্লগার হিসেবে বিশ্বাস-বিবেচনা করা!
৯) কারো অসম্মান না করা মোটেও!
১০) মাঝে-মাঝে চা-কফি-চানাচুর-ফুচকা-চটপটি-হালিম-ছানারসন্দেশ-ফলফলাদি, বাসায় তৈরি কিছু খাবার যেমন > আচার, আমসত্ত্ব, নুডুলস, পিজ্জা, বার্গার, চপ, কাবাব, হালুয়া, বরফি, শরবত, সেমাই, জরদা, ফিরনি, লাস্‌সি, পিঠা-পুলি ইত্যাদি খাওয়ানো, নিজে খাওয়া এবং অন্যদের জন্যও কিছু রাখা, প্লেটে তুলে দেয়া!
২৮ জুন ২০১৪ রাত ০৮:৩৪
186017
ছিঁচকে চোর লিখেছেন : সুন্দর সুন্দর। তবে এগুলা কিছুটা ব্যক্তিগত এবং পারিবারিক পর্যায়ে গেলো। Worried Worried ;Winking
২৯ জুন ২০১৪ সকাল ০৫:৪১
186110
লেখার আকাশ লিখেছেন : এত্তসব মজার খাবার তালিকা, তাও আবার রোজার দিনে!!! উনিশ ঘন্টা রোজার এখনও দেড় ঘন্টা বাকি আছে....।Worried Worried Worried Worried
২৯ জুন ২০১৪ সকাল ০৬:০৮
186112
লেখার আকাশ লিখেছেন : সরি উনিশ না সতের ঘন্টা রোজা
239760
২৮ জুন ২০১৪ রাত ০৮:৫২
আফরা লিখেছেন : কি ভাবে আর্দশ ব্লগার হওয়া যায় সেই জ্ঞান নিয়ে গেলাম । ধন্যবাদ ভাইয়া ।
২৮ জুন ২০১৪ রাত ০৮:৫৯
186043
ছিঁচকে চোর লিখেছেন : আদর্শ ব্লগারদের একটা তালিকা পোষ্টে দিতে চাইছিলাম কিন্তু অন্য যারা একটু কম এক্টিভ তারা মনক্ষুন্ন হতে পারেন বিধায় তা দেইনি। ধন্যবাদ আপনাকে। জ্ঞান নিয়ে কাজে লাগাচ্ছেন এবং ভবিষ্যতেও লাগাবেন সেই আশা রাখি আপনার কাছে। আপনার ব্লগিং লাইফ সুন্দর ও সার্থক হোক। Praying Praying
239808
২৯ জুন ২০১৪ রাত ১২:১৬
দ্য স্লেভ লিখেছেন : ছিচকে চোর যেভাবে ভাল ভাল কথা বলছে,তাতে তার খেতাব বাজেয়াপ্ত করা হবে সামনে....
২৯ জুন ২০১৪ দুপুর ১২:১৬
186162
ছিঁচকে চোর লিখেছেন : ছিঁচকে চোর একটা ব্রান্ড। এর সাথে পার্সোনাল লাইফের কোনো মিল নেই। Big Grin
২৯ জুন ২০১৪ দুপুর ০১:০৭
186183
দ্য স্লেভ লিখেছেন : এই ব্রান্ড বেশ দামী হতে চলেছে... Happy
239826
২৯ জুন ২০১৪ রাত ০২:৫৯
প্যারিস থেকে আমি লিখেছেন : যাক অনেক কিছু শিখলাম। আরেকখান কথা ..না আজ কমুনা।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:১৮
186163
ছিঁচকে চোর লিখেছেন : অকপটে বলে ফেলুন। ও বুঝেত পারছি পাত্রী লাগবে এই তো? বায়োডাটা পাঠান দেখি Love Struck
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
186275
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার ভাবি শুনলে আপনার খবর হয়ে যাবে যে।Crying Crying Crying
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
186280
ছিঁচকে চোর লিখেছেন : আমার নাগাল কে পায়। এমন একখান ধরমু যে সেখানেই থাকবেন খাবেন। আপনার বাসায় যাবার প্রয়োজন পড়বে না Tongue Tongue
239851
২৯ জুন ২০১৪ সকাল ০৫:৫৮
লেখার আকাশ লিখেছেন : ভাল লিখেছেন। ভাল-মন্দের সমালোচনা? কঠিন কাজ। Thinking
২৯ জুন ২০১৪ দুপুর ১২:১৮
186164
ছিঁচকে চোর লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে Good Luck
239861
২৯ জুন ২০১৪ সকাল ০৬:২৭
রাইয়ান লিখেছেন : ভালই বলেছেন ..... Applause Good Luck Good Luck Good Luck
২৯ জুন ২০১৪ দুপুর ১২:১৮
186165
ছিঁচকে চোর লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আপনাকে Good Luck
১০
239888
২৯ জুন ২০১৪ সকাল ০৯:১৩
নূর আল আমিন লিখেছেন : চোর মামা প্লিজ আমারে বিয়া কৈরায়া সোয়াবের ভাগিদার হও প্লিইইইজ মামা
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২০
186167
ছিঁচকে চোর লিখেছেন : বায়োডাটা পাঠাও দেখি কি করা যায়। তবে শর্ত আছে আমি এখনো অবিবাহিত। মেয়ে দেখে পছন্দ হৈলে আগে আমারটা পরে তোমারটা।Love Struck Love Struck
১১
239892
২৯ জুন ২০১৪ সকাল ০৯:২৩
আহ জীবন লিখেছেন : "কথায় পাইচি সেটা বড় কথা না---------" এই নটিফিকেশান যখন নাই তার মানে এইটা আপনার মৌলিক লিখা। কি কন? ভালা লাগছে।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২১
186170
ছিঁচকে চোর লিখেছেন : একদম হাচা কথা। Big Hug Big Hug Big Hug
১২
239908
২৯ জুন ২০১৪ সকাল ১০:২৯
বেআক্কেল লিখেছেন : আমি আয়-রুজি বাড়ানোর জন্য পেশাদারী ব্লগার হইতাম চাই। কুন বুদ্ধি পরামর্শ থাইকলে দ্যান।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২২
186173
ছিঁচকে চোর লিখেছেন : আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি আছে সেটা বিস্তারিত জানিয়ে আমাকে ইমেইল করেন।

Happy>-
১৩
239944
২৯ জুন ২০১৪ দুপুর ০১:০১
আহমদ মুসা লিখেছেন : ভালোবাসলেই যেমন ঘর বাঁধা যায় না, থাকা চাই মনের ঘরের শক্ত খুঁটি তেমনি শুধু ব্লগের খাতায় নাম লিখলেই ভালো ব্লগার হওয়া যায় না। ব্লগার হতে গেলে থাকতে চাই অসীম ধৈর্য, অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালো মানসিকতা, অপরের সমালোচনা সহ্য করার মত দৃঢ় মনোবল, সর্বোপরি চলার মত মেধা।
সুন্দর বলেছেন। আপনার একথাগুলো আমার ভাল লেগেছে। আমিও চেষ্টা করবো এসব পরামর্শ এবং গুনাবলী ফলো করা এবং অর্জনে চেষ্টা করার। আপনাকে ধন্যবাদ।
২৯ জুন ২০১৪ দুপুর ০২:৫১
186217
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। চেষ্টা চালিয়ে যান। Big Hug Big Hug
১৪
239946
২৯ জুন ২০১৪ দুপুর ০১:০৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :


অনেক ভালা ভালা খৌব সুরত নসিহত বিতরণ কইরলেন মশাই! তো চুরি সামারী বন্ধ করণের কুনো নসীহত বিতরণ কইরলেন না কিল্লাই? রোজা রমজান মাসে চুরি সামারী বন্ধ না কইরলে সামনে ঈদ খরচার ডর আছে নাকি?
২৯ জুন ২০১৪ দুপুর ০২:৫২
186218
ছিঁচকে চোর লিখেছেন : চুরিচামারি ছেড়ে দিছি। ইচ্ছা পোষণ করছি ভালো হয়ে যাবো। Tongue Tongue
১৫
239986
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:০৯
নূর আল আমিন লিখেছেন : কিরে চোর মামু কস্কি Big Grin Big Grin Big Grin :v :v
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:২০
186244
ছিঁচকে চোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin
১৬
240151
২৯ জুন ২০১৪ রাত ১১:৫০
দিগন্তে হাওয়া লিখেছেন : সুন্দর পোষ্ট Good Luck
৩০ জুন ২০১৪ রাত ১২:০২
186329
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৭
240204
৩০ জুন ২০১৪ সকাল ০৯:৪৯
egypt12 লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : ছিচকে চোর যেভাবে ভাল ভাল কথা বলছে,তাতে তার খেতাব বাজেয়াপ্ত করা হবে সামনে...

একমত Happy
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
186494
ছিঁচকে চোর লিখেছেন : Big Hug Big Hug Big Hug Big Hug Kiss Kiss
১৮
240241
৩০ জুন ২০১৪ দুপুর ১২:২৬
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : জেনে নিলাম অনেক কিছুই!
৩০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
186495
ছিঁচকে চোর লিখেছেন : আপনাকে ধন্যবাদ আপু Love Struck
১৯
240420
৩০ জুন ২০১৪ রাত ১১:১৯
মাটিরলাঠি লিখেছেন :
৭ নম্বরটি বড়ই কঠিন কাজ। এর চেয়ে ব্লগার হওয়া ভালো। Happy যদি ম্যাচ করে, তাহলে প্রায়ই দেখা যায়, আপনার খোঁজ খবর নিবার জীবনেও তাদের সময় হবে না। কিন্তু যদি ম্যাচ না করে তাহলে আপনার খবর করে ছাড়বে। যা হোক "পরাজয়ে ডরে না বীর।"

০১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৮
186741
ছিঁচকে চোর লিখেছেন : কঠিনকে কঠিন ভাবলে কঠিন হয় কিন্তু সহজ ভাবলে সহজ হয়। Big Grin Big Grin
২০
240573
০১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : বাহ! আমিও ভাবছি ব্লগে ম্যাচ মেকারের বিজনেস শুরু করবো... !! Silly Silly Silly Silly
০১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৯
186743
ছিঁচকে চোর লিখেছেন : শুরু করেন। নিজের কপালে কি এখনো বউ জুটেছে সুমাইয়া ভাইয়া? Love Struck Love Struck Tongue Tongue না জুটলে আপনার জন্য এবং আমার জন্য আগে একটা দেখিয়েন। Love Struck Love Struck
০৩ জুলাই ২০১৪ রাত ০১:৩৩
187160
সুমাইয়া হাবীবা লিখেছেন : Frustrated Frustrated Frustrated


এই যে দেখলাম। আপনার সাথে খুব মানাবে। Love Struck Love Struck Love Struck বউ পছন্দ না হলে জানাবেন। আরো দেখবো। <:-P <:-P <:-P
০৩ জুলাই ২০১৪ রাত ০১:৩৫
187161
সুমাইয়া হাবীবা লিখেছেন : আর ফিসটা রেডী রাখেন। বাকীতে কাম করিনা। Smug Smug Smug
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৬
187323
ছিঁচকে চোর লিখেছেন : ঐটা আপনার সাথেই মানাবে ভালো। আর ফিসটা এখনই শোধ করে দিতাম কিন্তু রোজা আছি তাই ইফতারের পরে নিতে হবে। Tongue Tongue Love Struck Love Struck
২১
241298
০৩ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
চক্রবাক লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Chatterbox
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৬
187324
ছিঁচকে চোর লিখেছেন : Surprised Surprised Winking Winking Love Struck Love Struck
২২
246931
২১ জুলাই ২০১৪ রাত ১১:২২
বুড়া মিয়া লিখেছেন : এগুলোতো আবার চুরি করে আনেন নাই?

ভালো হয়েছে আপনার উপদেশ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File