বিয়ের প্রথম রাত
লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ০২ জুলাই, ২০১৪, ০৩:৫৪:২২ দুপুর
বিয়ের প্রথম রাত নিয়ে কতজনের কতই না স্বপ্ন থাকে। নতুন জীবনে পা রাখার একটি চরম মুহূর্ত। এই বিশেষ রাতে দুজনের যত অব্যক্ত বাসনা ব্যক্ত হয়।
ছোট্ট কিছু অজ্ঞতার কারণে আবার বিয়ের রাতটির মধুরতা নষ্ট হয়ে যায়। তাই বিয়ের রাতের প্রস্তুতিটাও থাকা চাই স্বাভাবিক। অবশ্য এ রাতে পুরুষদের চেয়ে মেয়েদের নার্ভাসফিলটা অনেকেই বলে থাকেন। তাই অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে কিছুটা ধারণা নেয়া যেতে পারে।
মানসিক প্রস্তুতি :
বিয়ের রাতে পুরুষ-নারী দুজনেরই মানসিকভাবে প্রস্তুতি নেয়া উচিত। বর্তমান জমানায় নতুন জীবনে পা দেয়ার অধিকাংশ পুরুষ-নারীই আত্মবিশ্বাস থাকে না। কিন্তু নারীরা তার প্রথম পুরুষটিকে বেশি ভালোবাসে থাকেন। নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য মানসিক প্রস্তুতিটা নেয়া প্রয়োজন। নানান ভয়ভীতিও ঝেড়ে ফেলা দরকার।
ব্যায়াম
নারীরা যেমন সুঠাম দেহের পুরুষদের পছন্দ করে ঠিক তেমনি পুরুষরাও সুঠাম দেহের নারীদের পছন্দ করে। তাই ব্যায়াম করার অভ্যাস না থাকলেও বিয়ের আগে কিছুদিন এবং বিয়ের পরে নিয়মিত ব্যায়াম করা উচিত। ডায়েটের মাধ্যমে ভুড়ি এবং অতিরিক্ত মেদ কমিয়ে ফেলার চেষ্টা করা।
পরিচ্ছন্নতা
পরিচ্ছন্নতা নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। পরিচ্ছন্নতা নিজেকে প্রফুল্ল রাখে। চুল আর ত্বকের যত্নে যত্নবান হোন। ভালো কোনো পার্লারে ফেসিয়াল করিয়ে নিতে পারেন। চুল আপনার চেহারাকে ফুটিয়ে তোলে। সেই সঙ্গে শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন। সুন্দর সুগন্ধি ব্যবহারে ভুলবেন না।
জন্মনিয়ন্ত্রণ
অনেক নারী-পুরুষই জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে জানেন না। বিয়ের রাতে আপনার স্ত্রী উপর নির্ভর করবেন না জন্মনিয়ন্ত্রণের বিষয়টি। তবে সমতায় পদ্ধতিটা নেয়া ভালো। আপনি কোন পদ্ধতি গ্রহণ করবেন তা আগে থেকেই ভাবতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
শারীরিক সম্পর্কে সহায়তা
অধিকাংশ নারীই বিয়ের রাতে শারীরিক মিলনে মানসিকভাবে প্রস্তুত হতে পারেন না। বাসররাতে স্বামীর কাছ থেকে মনে মনে এ ব্যাপারে একটু সহযোগিতা আশা করে থাকেন। তবে বাসররাতে স্ত্রীকে বিষয়টি নিয়ে জোর করা উচিত নয়।
তাকে যথেষ্ট পরিমাণ মানসিক সহায়তা করা উচিত। দুজনের মধ্যে সম্পর্কটা একটু সহজ হলে তবেই সম্পর্কে যাওয়া ভালো। শারীরিক মিলনের ব্যাপারে জোর করলে সম্পর্কে কিছুটা তিক্ততা আসতে পারে।
স্ত্রীর জন্য মজার মজার উপহার
বিয়ের রাত জীবনের একটি বিশেষ রাত। তাই রাতটিকে রোমান্টিক ও স্মরণীয় করে রাখতে স্ত্রীর জন্য বিশেষ কোনো উপহার কিনে রাখতে পারেন। নারীর যে জিনিসগুলো বেশি পছন্দ সামর্থ্য অনুযায়ী তা কিনে রাখতে পারেন। নতুন জীবনের শুরুতে নতুন উপহার আপনার ভালোবাসা মানুষটিকে আরো গভীরে নেবে। আপনাকে ভুলিয়ে দেবে নতুন হাতের নরম স্পর্শে।
সূত্র
বিষয়: বিবিধ
৬৮৬১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো!
ধন্যবাদ!
বিয়ের রাতে এগুলোও তো চরমভাবে আকর্ষন করে।
আন হেজাবী মহিলা ছবি পেষ্ট করেছেন।
এই অভিজ্ঞতা গুলো চুরি করে এনেছেন বুঝি।
মনে হচ্ছে বিশেষ জ্ঞান রয়েছে।
চমৎকার সিলেকশনের জন্য ধন্যবাদ ছিঁচকে...
আচ্ছা বিয়ে করার পূর্বে উনার পছন্দ কি বুঝবে কিভাবে??
মন্তব্য করতে লগইন করুন