আমি ভীষণ অসুস্থ....

লিখেছেন লিখেছেন ছিঁচকে চোর ০৭ জুলাই, ২০১৪, ০৫:৪৮:৩৪ বিকাল
আমি ভীষণ অসুস্থ তাই আগামীকাল আমাকে দেয়া রমজানের আলোচনা "ওয়াদা ও প্রতিশ্রুতি রক্ষা" করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
আমি রোগমুক্ত হলেই পোষ্ট করবো ইনশাল্লাহ। আমি সকলের দোয়াপ্রার্থী।
বিষয়: বিবিধ
২০১৮ বার পঠিত, ২২ টি মন্তব্য




































পাঠকের মন্তব্য:
ভাই ছিঁচকে চোর, জোক করে বললাম, প্লিজ মাইন্ড করবেন না।
দেরি করে হলেও আমি পোস্ট করে শেষ করেছি গতকাল।
সময় করে পড়বেন।
পর্ব - ১
পর্ব - ২
পর্ব - ৩
শেষ পর্ব
ভালো লাগা রেখে যাবেন।
আশাকরি সুস্হ হয়েছেন।দীর্ঘদিন ছিলেন না! লগইন নেইমে আপনার নাম দেখতে পেলাম বহুদিন পর। ছোট বোন আফরা আপনাকে নিয়ে একটি পোস্টও দিয়েছিল।
শুভকামনা রইলো
আমার প্রতি তার এই শ্রদ্ধা ও ভালোবাসাতেই ফিরে আসতে বাধ্য হলাম। দোয়া করবেন যাতে যা অসুখবিসুখ না হয়।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন