কালশী হত্যা, স্বাধীনতার চেতনাবাদী এবং না জানা সত্য

লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১৬ জুন, ২০১৪, ০৮:২২:৫২ রাত



'মনেরে আজ কহযে ভাল মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে'

কালশীর এই ঘটনার পর আমাদের কয়েকটি সত্য জানা এবং স্বীকার করা খুবই জরুরী মনে হচ্ছে

এক-

বিহারীরা আটকে পড়া পাকিস্তানি না।

তাদের পূর্ব পুরুষ ছিল ভারতের বিহার রাজ্যের অধিবাসী। (এ জন্য তাদের বিহারী বালা হয়। আমাদের সিলেটের মানুষদের যেমন বলা হয় সিলটি)। ১৯৪৬ সালের সর্বভারতীয় প্রাদেশিক নির্বাচন এর পর বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম রায়ট হয়। এর প্রেক্ষিতে আমাদের দেশের বরিশাল, খুলনা সহ বিভিন্ন এলাকার হিন্দুরা ভারতে চলে যায়। একই ভাবে ভারতের বিহার, আসাম, পশ্চিম বাংলা সহ অনেক এলাকার মুসলিম রিফুজি বাংলাদেশে আসে(এ সব রিফুজিদের এর মধ্যে অনেক বিখ্যাত মানুষও রয়েছেন যেমন বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়াদি, কবি কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গপাধ্যায়, বুদ্ধদেব বসু সহ অনেকে)। আপনার পাশে তাকালে এমন মানুষ পাবেনই। এদেরকে আমরা আর রিফুজি ভাবি না। বিহারীদের ভাষা বাংলা নয় বলে তাদের স্বীকার করবেন না??!! ৫২ কি আমাদের এই শিক্ষা দেয়???

দুই-

এটা সত্য ৭১ এ অনেক বিহারী সংযুক্ত পাকিস্তান এর পক্ষে ছিল। এবং অনেকে নানা অপকর্ম করেছে। একই সাথে এটাও সত্য বিহারীদের মধ্যে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাও রয়েছে। এটা ভোলা উচিত না ৭১এ বাঙ্গালীদের মধ্যেও অনেকে অপকর্ম করেছে।

তিন-

এদেরকে পুড়িয়ে হত্যা করতে হবে এটা আমাদের স্বাধীনতার কোন চেতনায়ই ছিল না। বঙ্গবঙ্গু, তাজউদ্দীন, মওলানা ভাসানী জীবনে কোন লেখায় বা লেকচারে বলেন নাই বিহারীদের পুড়িয়ে মেরে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন করতে হবে।

চার-

এবং সর্বশেষ যারা এহেন অমানবিক, জঘন্য অপকর্মটি করেছে তারা আমাদের সমাজের কলংক স্বাধীনতা ব্যাবসায়ী এবং সন্ত্রাসী। এরা আমদের মহান স্বাধীনতাকে পুঁজি করে কালশিতে লুটপাট করেছে।

যে সকল মহাজ্ঞানী শমসের চেতনাবাদী এদেরকে সমর্থন করে যারা কথা বলেছেন এবং যেসব মানবতাবাদী মনে মনে সমর্থন দিয়ে মুখে ললিপপ চুষছেন। তারা......। । ।

যে সকল মহাজ্ঞানী শমসের চেতনাবাদী এদেরকে সমর্থন করে যারা কথা বলেছেন এবং যেসব মানবতাবাদী মনে মনে সমর্থন দিয়ে মুখে ললিপপ চুষছেন। তারা......please। ।

বাস্টাড সত্য না বলতে পারিস, সত্য স্বীকার না করিস প্লিজ চুপ। চুপ থাক। আমাদের স্বাধীনতাকে কলঙ্কিত করিস না।

বিষয়: বিবিধ

১২১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235566
১৬ জুন ২০১৪ রাত ০৯:০৭
হতভাগা লিখেছেন : এক লেখা ৩ বার দিছেন
১৬ জুন ২০১৪ রাত ১১:১৫
182125
চিলেকোঠার সেপাই লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File