সোনামণির প্রথম পদার্পণ........ (জীবনের ১ম স্কুলের ১ম দিনে সকলের দোয়া প্রত্যাশী)
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১৭ জুন, ২০১৪, ০৪:৩৪:৪৮ বিকাল
দোয়া নিয়ে ঈপ্সিত যাত্রা পথে প্রথম পদার্পণ,
অভেদ্য অভীষ্ট স্বপ্নের ডোরে সদা অভীক্ষণ।
কৃপাময়ের কৃপাদৃষ্টি খুঁজি ফিরি তাই,
অনন্ত কৃপা সিন্ধু রাখো হে সদাই।
গুরুভক্তি মনে যেন হয়গো স্মরণ,
সত্য ন্যায়ের পথ না করো হরণ।
সজ্জিত সবকিছু নতুন জীবন,
সঞ্জীবনী সুধা ঢেলে করো সঞ্চালন।
সৌরভ সৌহার্দে ভরা সৌভাগ্য ভূবণ,
ভুলেও হয় না যেন কভু স্খলন।
বিষয়: বিবিধ
১৮৬৪ বার পঠিত, ৭২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার এরকম শব্দ? বাচ্চা বয়সে দাঁত ভেঙ্গে গেলে কি করবো আমি? আমার হাতুড়ি কৈ? আবার শুরু কর্তে হপে মনে হচ্ছে...... চেয়েছিলাম ভালো ছেলে হয়ে যেতে...... হতে দিলেন না আর......
জানতে চাওয়ার জন্য ভূল বুঝবেন না --
ও আল্লাহ রে আল্লাহ...... আমি আর আওণ ছাড়া সবাই “সন্ধাতারা” কে “ভাইয়া” সম্ভোধন করে.... আমরা কি তাহলে সত্যি সত্যিই পাগল?
আপু একটা পরামর্শ...... সমাধানে আসার পর.. এসব মন্তব্য ডিলিট করলে ভালো হয়.....@সন্ধাতারা
ঠিক আছে ইমরান ভাই,
আপনার কোন দোষ নাই।
আমি হলাম আপু-ভাই,
ডাকছে বলে হ্যারি তাই।
গ্যারি, সরি হ্যারিকাপু.....পু.....তোমার আদরটা বুঝেনাও....আরো লাগলে বলতে লজ্জাকরবেনা কিন্তু....
তাই ভাপু মাঝে মাঝে ভাইয়া চালায় আর মাঝে মাঝে আপু তাই ভাপু
কবিতা পড়ে পড়বো।
থ্যাংকস এ লট ভাপুকে
অপেক্ষায় থাকলাম মন্তব্যের জন্য।
অফ টপিকঃ হেরি হাতুরি দেও। দাত জায়গা মত বসাই। ঝুলতাছে।
হারিকাপু বাসায় নাই তাই আমি তার পক্ষ্যে দিলাম দেখেন তো আহআপু চলবে কিনা এগুলো হাতুড়িতে.....
হাতুড়ী বিষয়ে কিছুই বুঝলাম না! যদিও অফ টপিক।
আর আমার একটা স্বভাব (বাজে বলুন আর যাই বলুন) একটু করে হলেও দুষ্টামি করা।
প্লিজ জানা থাকলে বলবেন ।
মন্তব্য করতে লগইন করুন