জনতার মঞ্চে ফাঁসি চাই

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৮ অক্টোবর, ২০১৯, ০২:১৩:৩০ দুপুর



হে আবরার.........

তুমি অমর তুমি অহংকার

মোদের দেশ মাতৃকার

অন্তর চক্ষু খুলে দিলে

বিবেকের আরও একবার।

কে বানালো পশু তোদের

হে আদম সন্তান

উন্মত্ত উল্লাসে কেড়ে নিলে

আবব্রার তাজা প্রাণ।

আসল খুনী সাধু সেজে

বাজায় বাঁশি কন্যা রাজে

ছড়ি ঘুরায় সকল কাজে

ধর্মের ঢোল এমনি বাজে।

হৃদয় পেতে শুনো ওহে

আবরার শেষ চিৎকার

ঐক্য গড়ো সবাই মিলে

হও সবে আবরার।

ঐক্য আজ প্রাণের দাবী

কলম ধরো লেখক কবি

তুলে ধরো দেশের ছবি

দেশ বাঁচানোর এটাই চাবি।

আপন ভূমিতে বাঁচার লড়াই

আঁধারে এসো আলো জ্বালাই

জনতার মঞ্চে ফাঁসি চাই

বিশ্ব জগত দেখুক সবাই।

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386745
০৮ অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:০৬
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ভালো লাগলো
১৩ অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৩৩
318429
সন্ধাতারা লিখেছেন : জাযাকাল্লাহ শ্রদ্ধেয় ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File