অভিলাষী অন্তর
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২৮ নভেম্বর, ২০১৯, ০৯:২৮:১১ রাত
ওগো দয়ার আধার...
ফুলের মতো সুবাসিত করো
জীবন আমার
ভোরের মতো পবিত্র করো
বাহির অন্তর।
কাশফুলের মতো শুভ্র করো
কর্ম আমার
বটবৃক্ষের মতো দরদী করো
বিনয় ঝর্নাধারার।
বাতাসের মতো প্রাণময় করো
অপূর্ব করুণার পাহাড়
জ্যোছনার মতো সফেদ করো
বর্ষণ হোক মণিমুক্তার।
বৃষ্টির মতো দয়া দান করো
হোক নব প্রাণসঞ্চার
জোনাকির মতো নূরানি করো
অপার বিস্ময়কর।
সবুজের মতো নির্মল করো
চিন্তা চেতনার
কোমল করো হৃদয় ভূমি
স্বপ্ন তরঙ্গমালার।
বরফের মতো শীতল করো
পুণ্য সততার
শিশিরের মতো মায়াবী করো
মহৎ আত্মার।
মোমের মতো নরম করো
নিখাদ সুখকর
রাতের মতো শান্ত করো
হোক প্রিয়তর।
শিশুদের মতো নিষ্পাপ করো
চিত্ত মনোমুগ্ধকর
কুসুমের মতো বিকশিত করো
পূর্ণ করো সৌন্দর্যভাণ্ডার।
আকাশের মতো উদার করো
গড়ো মহতী মিনার
চাঁদের মতো আলোকিত করো
দাও জ্যোতি হেরার।
মরিয়ম বানু
ইংল্যান্ড
২৮/১১/১৯
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন