মম মঞ্জিল

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ নভেম্বর, ২০২০, ০৮:১৩:৫১ রাত



অশান্ত অস্থির ডুবুরী ফিরে পেলো স্বপ্নের নোঙর

এযে বহু প্রতীক্ষিত মম মঞ্জিল;

ডানাভাঙা ডাহুকের আর্তনাদের বিষাদ ছাপিয়ে

জ্বলে উঠে মনে চেরাগ ঝিলমিল।

কতদিন কত রাত কেটেছে তোমারিই প্রতীক্ষায়

শূন্য প্রান্তরে বিভ্রান্ত পথিকের মত;

নিশীথের তন্দ্রাচ্ছন্ন প্রহরে খুঁজেছি তোমাকেই

সয়েছি হৃদয়ের হাহাকার শত।

পুলকিত মন প্রাপ্তির প্রাচুর্যে আন্দোলিত

শত আঁধার নৈরাশ্যের মাঝে;

জরাগ্রস্ত শতধাবিভক্ত জাতি খুঁজে পেলো বিডি

গোধূলির ঘন অমাবস্যার সাঁঝে।

শব্দের কলিরা ফুটবে, ছড়াবে সুবাস ধরণীময়

অবিশ্রান্ত দুর্ভেদ্য দেয়ালের বাঁকে

জ্বালাবে প্রদীপের আলো কৃষ্ণময় কাশবনে

সফেদ শুভ্র জোছনার মুখরিত দীপে।



;





বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386856
১১ নভেম্বর ২০২০ সকাল ০৫:৩৬
রাইয়ান লিখেছেন : আপুরে ! কতদিন পর !!!!
কেমন আছেন ?
386858
১১ নভেম্বর ২০২০ বিকাল ০৫:১১
সন্ধাতারা লিখেছেন : Assalamualaikum apuji. We all are fine alhamdulillah! How is going on everything?

It’s very nice to see you after long time. Do you have fb id apu?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File