মম মঞ্জিল
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১০ নভেম্বর, ২০২০, ০৮:১৩:৫১ রাত
অশান্ত অস্থির ডুবুরী ফিরে পেলো স্বপ্নের নোঙর
এযে বহু প্রতীক্ষিত মম মঞ্জিল;
ডানাভাঙা ডাহুকের আর্তনাদের বিষাদ ছাপিয়ে
জ্বলে উঠে মনে চেরাগ ঝিলমিল।
কতদিন কত রাত কেটেছে তোমারিই প্রতীক্ষায়
শূন্য প্রান্তরে বিভ্রান্ত পথিকের মত;
নিশীথের তন্দ্রাচ্ছন্ন প্রহরে খুঁজেছি তোমাকেই
সয়েছি হৃদয়ের হাহাকার শত।
পুলকিত মন প্রাপ্তির প্রাচুর্যে আন্দোলিত
শত আঁধার নৈরাশ্যের মাঝে;
জরাগ্রস্ত শতধাবিভক্ত জাতি খুঁজে পেলো বিডি
গোধূলির ঘন অমাবস্যার সাঁঝে।
শব্দের কলিরা ফুটবে, ছড়াবে সুবাস ধরণীময়
অবিশ্রান্ত দুর্ভেদ্য দেয়ালের বাঁকে
জ্বালাবে প্রদীপের আলো কৃষ্ণময় কাশবনে
সফেদ শুভ্র জোছনার মুখরিত দীপে।
;
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন ?
It’s very nice to see you after long time. Do you have fb id apu?
মন্তব্য করতে লগইন করুন