দুধের স্বাদ ঘোলে ......
লিখেছেন লিখেছেন রাইয়ান ১১ নভেম্বর, ২০২০, ০৫:৩২:৩৪ সকাল
রাতে শুয়ে পড়ার আগে বিছানায় বসে বসেই অলস হাতে ফেসবুক স্ক্রল করছিলাম। এক জায়গায় গিয়ে একটা ভিডিওতে দেখি একজন লোক মাওয়া ঘাটে গিয়ে একটি হোটেলে খেতে ঢুকে সেখানেই তাজা ইলিশ কিনেছেন, সেই মাছ খাঁটি সরিষার তেলে ভেজে সেই তেলেই বড় বড় চাক চাক করে কাটা তালবেগুন ভেজে কি মজা করেই না খেলেন !
কর্তা তখন আমার পাশেই আধশোয়া হয়ে জো বাইডেনের আত্মজীবনী নিয়ে একটি ডকুমেন্টারি মন দিয়ে দেখছিলেন। আমি ভিডিও শেষ করে দীর্ঘশ্বাস ফেলে বললাম, ইস ! দেশে থাকলে এই সিজনে একবার হলেও আমি মাওয়া ঘাট যেতাম। কর্তা আমার কথা ঠিক বুঝে উঠতে পারেননি হঠাৎ। আসলে তিনি তো তখন যে বাইডেনের সাথে পেনসিলভানিয়া থেকে শুরু করে পুরো আমেরিকা চষে বেড়াচ্ছেন, সেখান থেকে বাংলাদেশ, তারপর ঢাকা , সেখান থেকে যানজট পেরিয়ে মনে মনে মাওয়া যেতেও তো সময় লাগে .....
আমি বললাম , আমার ভীষণ সর্ষের তেলে ইলিশ আর বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে। শুনে কর্তা বললেন, সে তো তুমি দুধের স্বাদ ঘোলে এখানে বসেই মেটাতে পারো ! ব্যস ... পাগল সাঁকো নাড়াতে শিখে গেল ! পরদিন দুপুরে কর্তা কে স্পেশাল লাঞ্চের দাওয়াত দিলাম , আর মেন্যু জানতে চাইছেন ? হা হা হা .... ওই যে ! দুধের স্বাদ ঘোলে ......
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Alhamdulillah fine. How are you all?
মন্তব্য করতে লগইন করুন