প্রতিটা রাতই যদি শবে বরাত হত, বাংলাদেশে কবেই ইসলাম কায়েম হয়ে যেত।
লিখেছেন লিখেছেন গরীবেরবন্ধু জুয়েলখান ১৭ জুন, ২০১৪, ০৪:৫৯:৪৩ বিকাল
সকল মুসল্লী ভাইকে অন্তর থেকে বলছি! আল্লাহ্ আপনাদের কবুল করে নিন। দয়া করে প্রতিটা দিনই আজকের মত মাসজিদমুখী হোন। আজ ভরপুর মাসজিদ দেখে সত্যই মন ভরে গেল। এই উদ্যম, এই ইখলাস, এই ইবাদাহ যেন প্রতিদিনই বজায় থাকে, সেই দু'আ করি।
যদি এভাবে প্রতিদিন ঈশার সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, দোকান পাট বন্ধ হয়ে যেত, মাসজিদ মুসল্লীতে গিজগিজ করতো, মানুষ ইবাদাতে মশগুল থাকতো, আল্লাহ্র সামনে নত হত, তার শ্রেষ্ঠত্ব ঘোষাণা করতো,
বাংলার মাটিতে কুফফার আর তাগুতের বাচ্চারা কোনদিনই মাথা তুলে দাঁড়াতে পারতোনা বিইদনিল্লাহ।
আল্লাহু আকবার!
স্বপ্ন দেখতে দোষ কি????
বিষয়: বিবিধ
১০৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হলে, বেশী বেশী দাওয়াতী কাজ করুন।
মন্তব্য করতে লগইন করুন