বাবার দেওয়া ঘড়ি

লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ১৭ জুন, ২০১৪, ০৫:০৩:২৯ বিকাল



বাবা , একটা ঘড়ি কিনে দেবে ?

মাধ্যমিকে সময় দেখে উত্তর লিখলে

বেশি নম্বর পাওয়া যায় ।

বাবা অনেক কষ্ট করে একশ টাকায়

একটা ঘড়ি কিনে দিয়ে বলেছিল –

খোকা , সময় দেখে নয়

সময়ের কাজ সময়ে শেষ করিস ।

সময়ের কাজ সময়ে শেষ করার

আপ্রাণ চেষ্টা করেছি ;

সময় এগিয়ে গেছে

আমি যুগের সঙ্গে তাল মেলাতে পারি নি ।

সেই ঘড়ি আজও গুছিয়ে রেখেছি

সময়ও বলে দেয় ঠিক ঠিক

সময়ের স্মৃতি সময় মুছে দেয়

বাবা থাকে আমার মনে আমার বুকে ।

-০-০-০-০-

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File