কথার কথা

লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ৩১ জুলাই, ২০১৪, ০৮:৪৪:২৪ সকাল

কথার পিঠে কথা চড়াতে হয়

কথাকে এগিয়ে নিয়ে যেতে

কথার অনুগামী হয়ে পক্ষে বিপক্ষে অথবা

নিরপেক্ষ হয়ে বক্তা ও শ্রোতার সেতু গড়তে হয় ।

বক্তা নিজেকে ঠিক জেনে বলেই যায়

শ্রোতা ঠিক বা ভুল ব্যাখ্যায় বক্তা হয়ে উঠুক

এই ভাবনায় বিশ্লেষিত হলে

কথা আর কথা থাকে না

হয়তো অনন্য কথকতা হয়ে যায় ।

কথার অলিগলিতে হোঁচট খেয়ে পেরিয়ে গেলে

রাজপথ মিলতেই পারে

কিংবা নর্দমায় হাবুডুবু খেতে হয়ে ;

সেই অনুসরণ বুঝতে

কথার রাজ্যে দুপক্ষকেই শ্রোতা ও বক্তা হতে হয় ।

কথা যখন একার রাজত্ব করে

সেখানে না বলা কথার পিঠে খুব ধুলো জমে

সেই ধুলোতে পাহাড় গড়ে উঠলে

তাকে দেখে কতসব কথা মুখর হয়ে

তখন সবাই বক্তা

আর অনিবার্য কথা হাওয়া কত ভাবে ঘোরাফেরা করবেই

-০-০০-০-

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249678
৩১ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৫
হতভাগা লিখেছেন : কথার কথা = বাজে কথা
৩১ জুলাই ২০১৪ রাত ০৯:৩৫
194089
দীপঙ্কর বেরা লিখেছেন : ভাল থাকবেন ।
249814
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৯
ভিশু লিখেছেন : কথাদের কথা নিয়ে আপনার কথাগুলো কথকতার কথার মতোই লাগ্লো!
Happy Whew!
০২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০২
194438
দীপঙ্কর বেরা লিখেছেন : বেশ
ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File