পায়ে ধরি
লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ২২ জুন, ২০১৪, ০৪:০৪:০৯ বিকাল
হিংসা , তোমার দুটি পায়ে ধরি
এবার তুমি যাও
অনেক হয়েছে দয়া করে এবার
পাততাড়ি গোটাও ;
পল্লীমায়ের সবুজ সিক্ত মাটিকে
কত নষ্ট করবে
আরো কতকাল বিষে বিষয়ে
যন্ত্রণাতে রাখবে ?
মনের কোথায় কেন বাসা বেঁধে
চাও না কেন যেতে
তোমার জন্য কিছুতেই শান্তি
চায় না যে আসতে ।
ওগো হিংসে , এবার তুমি যাও
বাঁচার সুখ দাও
সবার মধ্যে যাও মরে যাও
মনুষ্যত্ব দাও ।
হিংসা , তোমার দুটি পায়ে ধরি
এবার তুমি যাও
-০-০-
বিষয়: সাহিত্য
১৩২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন