আমার বাবার গল্প বলা
লিখেছেন লিখেছেন দীপঙ্কর বেরা ১৮ জুন, ২০১৪, ০৮:১৮:৫৮ সকাল
বাবার লোমশ বুকে হাত বোলাতে বোলাতে
রাতে আমি প্রশ্ন করতাম – বাবা, একটা গল্প বলবে ?
সারাদিন জন-খেটে ক্লান্ত বাবা ঘুম জড়ানো চোখে
আধো আধো সুরে বলত – নীতিমালার গল্প
তুই তো অনেকবার শুনেছিস ?
নতুন কিছু তো জানা নেই
বড় হয়ে তুই অনেক অনেক গল্প পড়িস ।
এখন ঘুমো – কাল রায়বাবুদের কাজ
সকাল সকাল উঠতে হবে ।
এখন আমি প্রায়ই লাইব্রেরীতে যাই
কত বই গল্পমালা কল্পমালা পড়া হয়ে গেল ;
হাতে কিছু টাকা এলে দু-এক প্রস্ত
বইও কিনে সংগ্রহে রেখেছি ।
এখন আমার ছেলে রাতে শুয়েই বলবে –
বাবা , গল্প বলো ।
আমি অফিস থেকে ফিরে টেনশনে থাকি
বলি – ঈশপের গল্প শোন ।
ছেলে কিছুতেই পুরনো গল্প শুনতে চায় না ;
এত বইয়ের মাঝে আমিও কিছুতেই
রোজ রোজ নতুন গল্প খুঁজে পাই না ।
বানিয়ে বানিয়ে কত আর নীতির গল্প বলি ,
অবশেষে ধমক দিই – তুমি পড়ে নিও ।
ছেলে বলে – বাবা ! পড়ার মধ্যে
তোমার হৃদয়ের সুর আমি শুনতে পাই না ।
আমার তখন শূন্য এ বুকে
বাবার কথা মনে পড়ে যায় ।।
-০-০-০—০-
বিষয়: Contest_father
১৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন